০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই আগামী নির্বাচন হতে হবে : গোলাম পরওয়ার

খুলনার ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার : নয়া দিগন্ত -

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের মানুষ ২০১৪, ১৮ ও ২৪ এর মতো কোনো নির্বাচন আর দেখতে চায় না। ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই হতে হবে আগামী নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তা পুলিশ ও সিভিল প্রশাসনসহ সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় অর্গানগুলো সংস্কার করলেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে। সেই সাথে বিগত দেড় দশকে লুটপাট, খুন, দুর্নীতি, অনিয়ম করেছে তাদের বিচার করতে হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে খুলনা মহানগর উপকণ্ঠের আরাফাত নগরে আয়োজিত জামায়াতে ইসলামীর এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। হরিণটানা থানা জামায়াতে ইসলামীর আমির আব্দুল গফুরের সভাপতিত্বে এবং সেক্রেটারি অ্যাডভোকেট ব ম মনিরুল ইসলাম এবং আমির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজি ও ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোক্তার হোসাইন। অন্যানের মধ্যে বক্তৃতা দেন সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, মশিউর রহমান রমজান, কাজী মাহফুজুর রহমান প্রমুখ।
চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল
চট্টগ্রাম ব্যুরো জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অপতৎরতা রোধ, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী চাঁন্দগাঁও থানা। গতকাল বিকেলে নগরীর বহদ্দারহাট এলাকায় মিছিল শেষে পুলিশ বক্সের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
চান্দগাঁও থানা সহকারী সেক্রেটারি ও ৪ নং চান্দগাঁও ওয়ার্ডের আমির মো: ওমর গনির সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, জামায়াত আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন, ফ্যাসিবাদী হাসিনার প্রেতাত্মারা যদি বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ জনতাকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। চাঁদাবাজ, ছিনতাই ও টেন্ডারবাজের বিরুদ্ধে জামায়াতের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। কোন চাঁদাবাজ ছিনতাইকারীকে বহদ্দারহাটসহ চট্টগ্রাম মহানগরীতে সহ্য করা হবে না। যেখানে চাঁদাবাজ সেখানেই প্রতিরোধ, যেখানে ছিনতাই সেখানেই প্রতিরোধ, যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ। বহদ্দারহাট ব্যবসায়ীদের চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে নেতারা বলেন, জামায়াতে ইসলামী অত্র এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
৪ নম্বর চান্দগাঁও প্রশাসনিক ওয়ার্ড সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল আজিজ শোয়াইব সমাবেশ সঞ্চালনা করেন।


আরো সংবাদ



premium cement
আহতদের চিকিৎসায় আগত বিদেশী চিকিৎসকদের ভ্যাট অব্যাহতি প্রধান উপদেষ্টার কাছে দুই সংস্কার কমিশনের প্রতিবেদন জমা ‘আ’লীগকে কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন?’ গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার শুরু করা না হলে আন্দোলনের হুমকি ফিলিস্তিনিদের গাজায় থাকার ইচ্ছাকে বিশ্ব নেতাদের সম্মান করা উচিত : জাতিসঙ্ঘে ফিলিস্তিনি দূত বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ বিমানের এক টিকিটে আরেকটি ফ্রি দিচ্ছে ফার্স্টট্রিপ গাজায় ইসরাইলের তিন প্রধান লক্ষ্য ঘোষণা করলেন নেতানিয়াহু তাপমাত্রা বাড়তে পারে দুদকের মামলায় গ্রেফতার শিবলী রুবাইয়াত প্রিন্স আগা খান চতুর্থ আর নেই

সকল