০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

সৌদির মরুভূমিতে প্রবাসী শ্রমিকদের খোঁজ নিলেন আসিফ নজরুল

-

সৌদি আরবের রিয়াদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের আল খারজ এলাকায় মাজরাতে (কৃষি খামার) কাজ করছেন এমন প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের খোঁজখবর নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
গত ২৯ জানুয়ারি তিনি সৌদি আরব সফরে যাওয়ার পর এসব শ্রমিকের সাথে সরেজমিন সাক্ষাৎ করেছেন বলে সেখানকার বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রমিকদের সাথে উপদেষ্টা ঘুরে ঘুরে তাদের হাতে মরুর বুকে গড়ে ওঠা কৃষি খামারের বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি কর্মীদের সব ধরনের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং তা সমাধানে সরকার কাজ করছে বলে তাদেরকে আশ্বস্ত করেন। উপদেষ্টা এসব প্রবাসী কর্মী যেখানে বসবাস করছেন, সেসব জায়গাও ঘুরে দেখেন এবং তাদের খাবারের বিষয়েও খোঁজখবর নেন। তাদের এত কষ্ট করে উপার্জিত রেমিট্যান্স দেশে পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তাদের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নেয়ার জন্য পরামর্শ দেন।
এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে এক গোলটেবিল বৈঠকে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের সাফল্য তুলে ধরে বলেন, ইতোমধ্যে আইটি, স্বাস্থ্যসেবা ও উৎপাদন শিল্পসহ বিভিন্ন খাতে দুই লাখের বেশি যুবক প্রশিক্ষণ নিয়েছে। তাদের ৭০ ভাগ মাত্র ছয় মাসের মধ্যে কর্মসংস্থান পেয়েছেন, যা শিল্পভিত্তিক প্রশিক্ষণ ও সরকারি-বেসরকারি অংশীদারিত্বের কার্যকারিতা প্রমাণ করে। আমাদের লক্ষ্য শুধু চাকরিপ্রার্থী তৈরি করা নয়, বরং আমাদের যুবসমাজকে দেশীয় ও বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত করা।


আরো সংবাদ



premium cement