০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`
সেমিনারে বক্তারা

সম্মিলিতভাবে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের আহ্বান

-

ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সবাইকে স্বাস্থ্য-সচেতনতার পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে ক্যান্সার হলে মৃত্যু, বিষয়টি এমন না। শারীরিকভাবে অসুস্থ হলে রোগীদের মানসিক শক্তি প্রয়োজন। এই ব্যাধিকে সম্মিলিতভাবে প্রতিরোধের আহ্বান জানান বক্তারা। এ ছাড়া রোগীদের প্রতি সহানুভূতিশীল এবং সর্বসাধারণের জন্য একটি সময়োপযোগী, কার্যকর ক্যান্সার নীতিমালা এবং জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ পরিকল্পনা গ্রহণ, ক্যান্সারাক্রান্তদের প্রয়োজনীয় ওষুধ ও পরীক্ষার খরচ সর্বসাধারণের নাগালের মধ্যে রাখার আহ্বান জানানো হয়।
গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ‘আলোচনা সভা, মুগ্ধতা স্মৃতি বৃত্তি প্রদান ও সেল্ফ ব্রেস্ট এক্সামিনেশ প্রশিক্ষণ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যে এসব মন্তব্য উঠে এসেছে। অনুষ্ঠানটির আয়োজন করে ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদ ও সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ) ।
অনুষ্ঠানের শুরুতে ক্যান্সার আক্রান্ত ১৪ বছরের শিশু ইমন হোসেন ও সামিয়া সুলতানার অভিভাবকদের হাতে মুগ্ধতা স্মৃতি বৃত্তি তুলে দেয়া হয়। এ সময় মুগ্ধতার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রীকে সেল্ফ ব্রেস্ট এক্সামিনেশন প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সিসিসিএফের সভাপতি রোকশানা আফরোজের সভাপতিত্বে ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে সহযোগিতা করে হারমনি ট্রাস্ট।
অনুষ্ঠানটি ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং নারীদের সেল্ফ ব্রেস্ট এক্সামিনেশনের গুরুত্ব তুলে ধরে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিসিএফ সাধারণ সম্পাদক জাহান-ই-গুলশান শাপলা।


আরো সংবাদ



premium cement