০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`
গণমাধ্যমকে ইসি সচিব

নতুন ভোটার প্রায় অর্ধকোটি বৃদ্ধির হার ১.৪৬ শতাংশ

-

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় ৫০ লাখ নতুন ভোটার যুক্ত হতে যাচ্ছে। নতুন ভোটার বৃদ্ধির হার ১.৪৬ শতাংশ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছেন ১৫ লাখ ২৩ হাজার। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, এবারের হালনাগাদে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন নতুন ভোটার যুক্ত হচ্ছেন। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল ৬১ লাখের কিছু বেশি। এবার মোট ভোটার বৃদ্ধির হার ৩.৯ শতাংশ। এর মধ্যে বাদ পড়াদের বৃদ্ধির হার ২.৪৪ শতাংশ ও নতুন ভোটার বৃদ্ধির হার শতকরা ১.৪৬ ভাগ। তিনি বলেন, বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির তথ্য সংগ্রহ প্রক্রিয়া সোমবার (৩ ফেব্রুয়ারি) শেষ হয়েছে। এ কার্যক্রমে কোনো তথ্য সংগ্রহকারীর কাজে অবহেলা থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
নারী ভোটার প্রসঙ্গে তিনি বলেন, এবার ১৬ লাখ নারী ভোটার হতে নিবন্ধন করেছেন। চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন তাদেরও যুক্ত করা হবে তালিকায়। নিবন্ধন চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। তিনি বলেন, অনলাইন আর আঞ্চলিক কার্যালয়ে ভোটার হওয়ার যোগ্যরা নিবন্ধন করতে পারবেন। তবে কোনো তথ্য-সংগ্রহকারী কোনো বাড়িতে না গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি বলেন, মিথ্যা তথ্য দিয়ে ১৭ বছরের কেউ ভোটার হয়েছে কি না এমন তথ্য নেই ইসির কাছে। তবে নির্দিষ্ট করে কেউ জানালে কমিশন বিষয়টি দেখবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আজ ৫ ফেব্রুয়ারি থেকে ছবি তোলা, আঙুলে ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণের কাজ শুরু হবে, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। ২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এর আগে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে ছয়বার। ২০০৯-২০১০ সাল, ২০১২-২০১৩ সাল, ২০১৫-২০১৬ সাল, ২০১৭-২০১৮ সাল, ২০১৯-২০২০ ও ২০২২-২০২৩ সালে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করে আসছে নির্বাচন কমিশন।


আরো সংবাদ



premium cement