০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

১৩ বছরেও ফেরেনি ইবির গুম হওয়া ২ শিক্ষার্থী

সন্ধানের দাবিতে মানববন্ধন
-

২০১২ সালে ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে গুম হন ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাস। এরপর ১৩ বছর পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি এই দুই শিক্ষার্থীর। গুম হওয়া দুই শিক্ষার্থীর সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার রেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধন করেন তারা।
গুম হওয়া ওয়ালিউল্লাহ বিশ^বিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ও আল মুকাদ্দাস আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। ওয়ালিউল্লাহ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ও আল মুকাদ্দাস সাংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলেন। ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে কুষ্টিয়াগামী (হানিফ এন্টারপ্রাইজের ৩৭৫০ নম্বর) বাসে ক্যাম্পাসে ফেরার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে আটক করা হয় তাদের। এরপর থেকে আর কোনো খোঁজ মেলেনি তাদের। গুম হওয়ার পর ১৩ বছরে তাদের পরিবার ও বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের সন্ধানের দাবি জানালেও কোনো ফল মেলেনি। এ ছাড়া তাদের খুঁজে বের করতে প্রশাসন থেকে আশানুরূপ সহযোগিতা পাননি বলে অভিযোগ পরিবারের।
মঙ্গলবার ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের সন্ধানের দাবিতে মানববন্ধনে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাফি বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের পরেও ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাস ভাইয়ের সন্ধান পাইনি আমরা। আমাদের দুই ভাই কি কারণে এবং কোথায় গুম করা হয়েছে সব কিছু উদঘাটন করতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে গুম হওয়া সব ব্যক্তিদের সন্ধান ও এর সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাই।


আরো সংবাদ



premium cement
ভোটার নিবন্ধনে অস্ট্রেলিয়া-কানাডায় যাচ্ছে ইসি পাবিপ্রবিতে শেখ মুজিব ও শেখ হাসিনা হলের নামফলক ভেঙ্গে দিলেন শিক্ষার্থীরা রাবিতে মুজিব পরিবারের নামফলক ভেঙে ফেললেন শিক্ষার্থীরা সিলেটে শেখ মুজিবের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো খুলনার শেখ বাড়ি একটি জাতিকে উন্নত করতে জ্ঞানচর্চার বিকল্প নেই : ডুয়েট ভিসি প্রাইভেটকার দুর্ঘটনায় সারজিস আলম আহত ‘ফেনী সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে’ চার প্রদেশ, নতুন বিভাগ, ডিসি-ইউএনও পদবি পরিবর্তনসহ সংস্কারে যত প্রস্তাব ভারত কাশ্মির দখল করে রেখেছে

সকল