০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

বরের নাচে ভাঙল বিয়ে

-

নিজের বিয়ের অনুষ্ঠানে পাত্র নাচানাচি করায় বিয়েই ভেঙে দিলেন কনের বাবা। বরপক্ষ বিষয়টি নিছক আনন্দ হিসেবে বোঝানোর পরও শেষ পর্যন্ত বিয়েটি সম্ভব হয়নি। এমন ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ কথা জানানো হয়।
খবরে বলা হয়, তখন সবে সন্ধ্যা নেমেছে। ঢাকঢোল নিয়ে শোভাযাত্রাসহকারে বিয়ে করতে দিল্লির গন্তব্যে পৌঁছান বর। চার দিকে উচ্ছ্বাস-উন্মাদনা। শুরু হয় নাচানাচি। বর ও কনে পক্ষের সবাই নাচানাচিতে মেতে ওঠেন।
এর কিছুক্ষণের মধ্যে বরকেও সবাই নাচতে অনুরোধ করেন। নাচের লোভ সামলাতে পারেননি বর। সে সময়ই হঠাৎ বেজে ওঠে ‘চোলি কা পিছে কেয়া হ্যায়’ গান। আর বরও তালে তাল মিলিয়ে নাচতে থাকেন।
বেশির ভাগ আমন্ত্রিতই বিয়ের এই হালকা মুহূর্তটি উপভোগ করেছিলেন। কিন্তু বরের আচরণ, কনের বাবার ভালো লাগেনি। তিনি ওই গানের সাথে নাচায় হবু জামাইয়ের আচরণ এবং তার পরিবারের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলেন। অত্যন্ত অসন্তুষ্ট হয়ে শেষমেশ ওই ছেলের সাথে মেয়ের বিয়েই বাতিল করে দেন। এর পরই কান্নায় ভেঙে পড়েন কনে।
যদিও হবু বর কনের বাবার সাথে কথা বলে বিষয়টি যে নিছক মজার তা বোঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। কনের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিয়ে বাতিল হওয়ার অনেক পরেও বাবার রাগ কমেনি। মেয়ের সাথে বরের পরিবারের যোগাযোগও বন্ধ করে দিয়েছেন।


আরো সংবাদ



premium cement
ভোটার নিবন্ধনে অস্ট্রেলিয়া-কানাডায় যাচ্ছে ইসি পাবিপ্রবিতে শেখ মুজিব ও শেখ হাসিনা হলের নামফলক ভেঙ্গে দিলেন শিক্ষার্থীরা রাবিতে মুজিব পরিবারের নামফলক ভেঙে ফেললেন শিক্ষার্থীরা সিলেটে শেখ মুজিবের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো খুলনার শেখ বাড়ি একটি জাতিকে উন্নত করতে জ্ঞানচর্চার বিকল্প নেই : ডুয়েট ভিসি প্রাইভেটকার দুর্ঘটনায় সারজিস আলম আহত ‘ফেনী সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে’ চার প্রদেশ, নতুন বিভাগ, ডিসি-ইউএনও পদবি পরিবর্তনসহ সংস্কারে যত প্রস্তাব ভারত কাশ্মির দখল করে রেখেছে

সকল