০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

শান্তিপূর্ণ মিয়ানমারবাংলাদেশের প্রয়োজন চীনেরও প্রয়োজন : পররাষ্ট্র উপদেষ্টা

-

একটি শান্তিপূর্ণ মিয়ানমার যেমন বাংলাদেশের প্রয়োজন, তেমনি চীনেরও প্রয়োজন মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, চীন শুরু থেকে রোহিঙ্গা সঙ্কট সমাধানে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করে আসছে। এটি তাদের তাত্ত্বিক অবস্থান। কিন্তু বাস্তবিক অর্থে চীনের খুব বেশি পদক্ষেপ দেখিনি। মিয়ানমারে চীনের গভীর স্বার্থ রয়েছে।
গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশে রোহিঙ্গা : একটি টেকসই ভবিষ্যতের সন্ধানে’ বিষয়ক সেমিনারে তিনি এ অভিমত ব্যক্ত করেন। উপদেষ্টা বলেন, মিয়ানমার বলতে বাংলাদেশ রাখাইন বোঝে। কারণ মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের বেশির ভাগজুড়েই রয়েছে রাখাইন। এখন রাখাইনের বেশির ভাগ অঞ্চল আরাকান আর্মির দখলে। চীনের সাথে মিয়ানমার সরকারসহ বিভিন্ন অংশের প্রতিনিধিদের সাথে যোগাযোগ রয়েছে। বাংলাদেশ চীনকে আলোচনার মাধ্যমে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে অনুরোধ করেছে। সম্প্রতি আমার চীন সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে তারা সঙ্কট সমাধানে চেষ্টা করবেন।
তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের কাছে মিয়ানমার গুরুত্বপূর্ণ একটি দেশ। এর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আলাদা অনুবিভাগ রয়েছে। এ ছাড়া বর্তমান সরকার রোহিঙ্গা সঙ্কট নিয়ে কাজ করার জন্য উপদেষ্টা মর্যাদার একজন হাই রিপ্রেজেনটেটিভ নিয়োগ দিয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কটের একটিই সমাধান। সেটি হচ্ছে প্রত্যাবাসন। তবে প্রত্যাবাসনটি হতে হবে রোহিঙ্গারা যেখান থেকে বিতাড়িত হয়েছে, সেই স্থানে, অধিকার ও নিরাপত্তাসহ। অন্য স্থানে তাদের পুনর্বাসন করলে তা টেকসই হবে না। এ সঙ্কটের দীর্ঘমেয়াদি সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা প্রয়োজন। তাদের নিশ্চিত করতে হবে রোহিঙ্গাদের ওপর যাতে একই ধরনের নৃশংসতা আর যাতে কখনোই না ঘটে।
মানবিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গা সঙ্কট বাংলাদেশের ওপর আরো বোঝা হয়ে দাঁড়াবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিশ্বের অনেকেই একে অন্যের দেখাদেখি সহায়তা কমিয়ে আনছে। যুক্তরাষ্ট্র বৈদেশিক সহায়তা কমানোর নতুন যে অবস্থান নিয়েছে, তা পরিস্থিতি আরো কঠিন করে তুলতে পারে। আশা করি, রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা যুক্তরাষ্ট্র বন্ধ করবে না। তিনি বলেন, রোহিঙ্গা শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি এই মুহূর্তে হয়তো বাংলাদেশের সীমানার মধ্যে রয়েছে। তবে ইস্যুটিতে এখনই মনোযোগ না দিলে এটি শুধু বাংলাদেশের সঙ্কট থাকবে না, আঞ্চলিক সমস্যায় রূপ নেবে।


আরো সংবাদ



premium cement