০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`
গড়ে তোলা হবে ব্লু নেটওয়ার্ক

ঢাকার খালে প্রাণ ফেরাতে চায় সরকার

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মিরপুরে গতকাল খালকেন্দ্রিক ব্লু নেটওয়ার্কের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন : পিআইডি -


রাজধানীতে ব্লু নেটওয়ার্ক গড়ে তুলতে চায় অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে রাজধানীর ভেতরে ও চার পাশের সব জলাধার যেমন- খাল, জলাশয় ইত্যাদির কার্যকর ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারের মাধ্যমে নগর জীবনের পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধনের উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ছয়টি খাল সংস্কারকাজ উদ্বোধন করা হয়েছে। সরকারের তিনজন উপদেষ্টা মিরপুরের বাউনিয়া খালের ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম সরজমিনে পরিদর্শনকালে এ সংস্কার কাজের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঢাকার খালগুলোতে আমাদের প্রাণ ফিরিয়ে আনতে হবে। খালগুলো হবে প্রাণকেন্দ্র। খালের আশপাশের বাসা বাড়ির বর্জ্যগুলো পরিকল্পিতভাবে নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করতে হবে। এমন একটা বিহীত করতে হবে যাতে খালে কেউ ময়লা ফেলতে না পারে। আর এজন্য স্থানীয়দের দিয়ে আমরা একটা কমিটি করে দেবো, দুই কিলোমিটার পরপর একটা কমিটি থাকবে, তারা এটি মনিটর করবে।
উপদেষ্টা আরো বলেন, আশা করি আমরা এই বর্ষার আগে আপাতত ৬টা খাল দখল ও দূষণমুক্ত করতে সক্ষম হবো এবং শিগগিরই আরো চারটা খাল দখল ও দূষণমুক্তকরণের ও আগামী বর্ষার আগে বাকি আরো ৯টির কাজ শুরু হবে। অর্থাৎ এ বছরের মধ্যেই ১৯টি খালের দখল ও দূষণমুক্তকরণের কাজ সম্পন্ন হবে।

তিনি বলেন, আমাদের একটা পরিকল্পনা আছে খালের যে পাড়টা আছে সেখানে চাষাবাদ করা যায় কিনা। আমরা চাচ্ছি খালের পাড়গুলোতে সবুজ ফিরিয়ে আনতে, আর খালের মাছ আনা যায় কিনা। সেটা কেমন করে ফিরিয়ে আনব, কেমন করে আমরা খালের প্রাণ ফিরিয়ে দেবো সেই চেষ্টাটা আমরা করব। এটা আমাদের মন্ত্রণালয়কেন্দ্রিক উদ্যোগ হলেও নগরবাসীকে এ কাজে সম্পৃক্ত হতে হবে। স্থানীয়দের প্রতি আহ্বান আপনাদেরই খালগুলোকে রক্ষার দাবি তুলতে সেখানে সক্রিয়ভাবে অংশ হবে। আপনাদেরকে অধিকারের জায়গা থেকে অধিকারের চর্চাও ও দায়িত্বের জায়গা থেকে দায়িত্বও পালন করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এলজিইডি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ঢাকা শহরকে যদি মানবদেহ কল্পনা করা হয়, তবে খালগুলো হচ্ছে শিরা-উপশিরা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় খালগুলোতে প্রাণ ফিরিয়ে আনতে হবে, এজন্য খালগুলোকে দূষণমুক্ত, খনন এবং সংস্কার করতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার নিয়ে কাজ করছে। নগর সমস্যা সমাধানে ‘ঢাকা নর্থ মডেল পরিকল্পনা’ হাতে নেয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনকে কেন্দ্র করে গড়া এই পরিকল্পনা নগর ব্যবস্থাপনার জন্য রোল মডেল হবে।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ঢাকা শহরের অভ্যন্তরস্থ ও চার পাশের সব জলাধার যেমন- খাল, জলাশয় ইত্যাদির কার্যকর ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারের মাধ্যমে নগর জীবনের পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধনের উদ্যোগ ও রূপরেখা গ্রহণ করা হয়েছে। ব্লু নেটওয়ার্ক হচ্ছে এরূপ রূপরেখা যেখানে ঢাকার ১৯টি খালকে প্রাণ ফিরিয়ে দেয়ার চেষ্টা করা হবে। ব্লু নেটওয়ার্কের উদ্যোগ যেন চলমান থাকে এবং খাল সংস্কার কার্যক্রমে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা ও অংশ নিতে হবে।

জানা যায়, ঢাকা শহরে ব্লু নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে এলজিইডি মন্ত্রণালয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; পানি সম্পদ মন্ত্রণালয়; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং ঢাকা জেলা প্রশাসন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজউক, ঢাকা ওয়াসা, আরডিআরসি, বাপা, গ্রিন ভয়েস, ডব্লিউবিবিটি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, পরিবেশ অধিদফতর ও পানি উন্নয়ন বোর্ডের অংশগ্রহণে খাল দখল ও দূষণমুক্তকরণের কাজটি বাস্তবায়িত হচ্ছে। এ লক্ষ্যে ডিএনসিসি ও ডিএসসিসি এলাকার মোট ১৯টি খাল সংস্কার কর্মসূচি নেয়া হয়েছে। প্রথম ধাপে ছয়টি খাল সংস্কারের মাধ্যমে কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোর সংস্কারকাজ সম্পন্ন করা হবে। ছয়টি খালের মধ্যে রয়েছে ডিএনসিসি এলাকার চারটি খাল : বাউনিয়া, কড়াইল, রূপনগর ও বেগুনবাড়ি এবং ডিএসসিসি এলাকার দুইটি খাল : মাণ্ডা ও কালুনগর। খাল সংস্কার কার্যক্রমের মধ্যে সীমানা নির্ধারণ, খাল পরিষ্কার, পাড় সংরক্ষণসহ ব্লু নেটওয়ার্ক নির্মাণ করা হবে।
ডিএনসিসির প্রশাসক মো: মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার বিভাগের সচিব মো: নিজাম উদ্দিন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: হামিদুর রহমান খান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মো: ছিদ্দিকুর রহমান সরকার, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement