০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`
গ্রন্থমেলায় প্রাণের উৎসব

দ্বিতীয় দিনেও মেলা প্রাঙ্গণজুড়ে চলেছে গোছগাছ

অমর একুশের গ্রন্থমেলার দ্বিতীয় দিনে গতকাল বিভিন্ন স্টলে বই দেখছেন ক্রেতারা : নয়া দিগন্ত -


একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিনে গতকালও মেলা প্রাঙ্গণে চলেছে গোছগাছের কাজ। অবশ্য এমনটা এবারই প্রথম নয়। প্রতি বছরই এমন দৃশ্য দেখা যায়। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে ঢুকতেই দেখা যায় অসম্পূর্ণ একাধিক স্টলে চলছে গোছগাছ। মেলার এখানে ওখানে পড়ে আছে ইট-কাঠের টুকরো। কোথাও দেখা মিলেছে বই গোছানোর ব্যস্ততা। এরই মধ্যে গোটা প্রাঙ্গণে ছিল মানুষের ভিড়।
আগতরা জানান, মূলত এখন মেলায় তারা ঘুরতেই আসছেন, কেনাকাটা করবেন পরে। প্রতি বছরই এমন হয়। শুরুর পর প্রথমদিকে মানুষের আগাগোনা হলেও বিক্রি থাকে না বললেই চলে। মধ্য সময় থেকে বিক্রি শুরু হয়, যা শেষ সময় পর্যন্ত ধারাবাহিকভাবে বাড়তে থাকে।
তবে এবারের শুরুটা ভালো ছিল মন্তব্য করে প্রকাশকরা বলেন, প্রতি বছরের তুলনায় এবার মানুষের ভিড় বেশি হবে বলে মনে হচ্ছে। যার ইতিবাচক একটা প্রভাব বিক্রিতেও পড়বে। বিক্রেতাদের ভাষ্য, এবার পরিস্থিতি ভিন্ন। তাই মেলার পরিবেশটাও একটু অন্যরকম হতে পারে। যাতে হয়তো প্রত্যাশা অনুযায়ী পাঠক সমাগম হবে।

মেলায় ঐতিহ্য প্রকাশনী নিয়ে এসেছে পিনাকী ভট্টাচার্য-রচনাবলি প্রথম থেকে নবম খণ্ড। এর মূল্য ধরা হয়েছে ৯ হাজার টাকা। পিনাকী জুলাই-আগস্ট বিপ্লবে জনতার কণ্ঠস্বর, সময়ের অন্যতম আলোচিত ব্যক্তি। দীর্ঘকাল প্রবাসে বসবাসরত একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে ব্যাপক পরিচিত হলেও মূলত একজন স্বনামধন্য চিকিৎসক ও বহুমাত্রিক লেখক। যুক্ত ছিলেন শিক্ষকতার মহান ব্রতেও।
সমকালীন সমাজ-রাজনীতি-অর্থনীতি-সংস্কৃতি-বিশ্বপরিস্থিতি নিয়ে ব্যঙ্গবিদ্রƒপের বাণে তিনি তৈরি করেন বিশ্লেষণের নতুন রাস্তা। লেখালেখিতে রাজনীতি, চিত্রকলা, উত্তরাধুনিকতা, সাহিত্য, ইতিহাস, ধর্মতত্ত্ব এমনকি সায়েন্স ফিকশনেও রয়েছে তার স্বচ্ছন্দ ও প্রথাভাঙা বিচরণ।
এসব লেখায় পাঠকের মনে গেঁথে থাকা পুরনো ব্যাখ্যা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তিনি পাঠককে তৈরি করেন নতুন অভিজ্ঞতার মুখোমুখি। সমকালীন সমাজের নিন্দামন্দ কিংবা তুচ্ছতাচ্ছিল্যকে উপেক্ষা করে কায়েমি স্বার্থের বিরুদ্ধে তিনি তার আপসহীন লড়াই জারি রেখে চলেছেন। রচনা ও সক্রিয়তায় পিনাকী ভট্টাচার্যের একমাত্র দায় যেন অপ্রিয় সত্য আর প্রিয় বাংলাদেশের মানুষের প্রতি, এ দেশের স্বাধীনতা ও সার্বভৌম অস্তিত্বের প্রতি।
সাব্বির জাদিদ লিখেছেন বিষয় জুলাই গণ-অভ্যুত্থান (গল্প) ‘একটি গোলাপের জন্য’। বইটির মূল্য ২১০ টাকা। সাব্বির জাদিদ গল্প লেখেন সময়ের ওপর দাঁড়িয়ে। তার হাতে কলম হয়ে ওঠে ক্রুশকাঁটা। রূপকথার মতো চব্বিশের গণ-অভ্যুত্থান ও এর ক্ষরণ নিয়ে এই বই। জুলাই-আগস্টের নৃশংসতা ও দেশের জন্য মানুষের আত্মত্যাগকে সাব্বির জাদিদ তুলে এনেছেন গল্পের সুষমায়।

বইমেলায় এসেছে সাংবাদিক, কবি ও লেখক মানিক মুনতাসিরের ভ্রমণবিষয়ক বই ‘ইউরোপ ভ্রমণের দিনগুলি’। বইটিতে ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতা, ইউরোপের বিভিন্ন দেশের ইতিহাস, ঐতিহাসিক স্থাপনা, ঐতিহ্যের সচিত্র দলিল ও ইউরোপের পথঘাট, খাদ্য ও সেসব দেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা উঠে এসেছে। লেখকের দৃষ্টিতে ইউরোপের দেশগুলো পারিবারিক বন্ধনবিহীন কোন মায়া-মমতার প্রাচুর্যভরা প্রমোদখানা, যা তিনি এই বইয়ের মধ্যে তুলে এনেছেন।
একই সাথে ইউরোপের সংস্কৃতি, কৃষিব্যবস্থা, সামাজিক আচার ও ইউরোপিয়ানদের সামাজিক ও মানবিক দৃষ্টিভঙ্গিকে করেছেন ব্যবচ্ছেদ। লেখক এই বইয়ে যুক্তরাজ্য, তুরস্ক, ন্যাদারল্যান্ডস, ডেনমার্ক, সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে লিখেছেন। এটি লেখকের পঞ্চম বই। তবে এটিই তার ভ্রমণবিষয়ক প্রথম বই। এর আগে লেখকের প্রথম বই ‘খবরের কবর’ প্রকাশিত হয় ২০১৬ সালের একুশে বইমেলায়। সবশেষ গত বছর প্রকাশিত হয় থ্রিলারধর্মী গল্পের বই ‘আবছায়া’।
‘ইউরোপ ভ্রমণের দিনগুলি’ প্রকাশ করেছে টাঙ্গন প্রকাশনী। বইটি এবারের একুশে বইমেলায় ৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছ। এ ছাড়া রকমারিডটকমসহ বইটি বিভিন্ন অনলাইন প্লাটফরমেও পাওয়া যাবে। বইটির দাম ৪০০ টাকা। এ ছাড়া ঐতিহ্য নিয়ে এসেছে সুলতানার স্বপ্ন। বইটির লেখক বেগম রোকেয়া। এর মূল্য ১৫০ টাকা।


আরো সংবাদ



premium cement