ওসমানীনগরে ৪ জনসহ নিহত ১০
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২১
সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নবীনগর, রুমা, সোনাগাজী ও মেহেরপুরে নিহত হয়েছেন আরো ছয়জন। তাদের মধ্যে দুই ভাই, ব্যবসায়ী ও কৃষক রয়েছেন।
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা জানান, সিলেটের ওসমানীনগরের মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের দুবাই প্রবাসী সুহেল ভূঁইয়া (৪০), ঢাকা ডেমরার শরিফ মল্লমের স্ত্রী শামীমা (৩৭) ও সায়মা আক্তার ইতি (২৭) ও ছেলে আয়ান (৭)। আহতরা হলেন, স্কুলশিক্ষক জাহিদ হাসান (২৯), নিহত সুহেল ভূঁইয়ার স্ত্রী সাবিনা (৩৭), মেয়ে সুনায়রা (৭)। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে উপজেলায় উনিশ মাইল নিরাইয়া পুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রোববার ভোরে ঘন কুয়াশার মধ্যে মহাসড়কে একটি ট্রাক একটি প্রাইভেট কারকে চাপা দিলে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দু’জন এবং হাসপাতালে নেয়ার পর আরো দু’জন মারা যান।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় চাচাতো দুই ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, নবীনগর পৌরসভার আলীয়াবাদ গ্রামের ফরিদ মিয়ার ছেলে বোরহান উদ্দিন(৩০) ও রফিক মিয়ার ছেলে শিহাব উদ্দিন(২৫)।
জানা যায়, গতকাল রোববার সকালে মোটরসাইকেল নিয়ে নারায়ণপুর গ্রামের দিকে যাওয়ার সময় নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে আলীয়াবাদ গ্রামের সেলিম মেম্বারের বাড়ির সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো: বোরহান উদ্দিন ও শিহাব উদ্দিন দু’জন গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিহাব উদ্দিনকে মৃত্যু বলে ঘোষণা করে এবং বোরহান উদ্দিনকে ঢাকায় রেফার করেন, ঢাকায় নেয়ার পর বোরহান উদ্দিনও মারা যায় ।
বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার সংলগ্ন এলাকায় পণ্যবাহী মিনি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরো নিহত ও একজন আহত হয়েছে। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইছং ম্রো (২৩) মেনরাও ম্রো (১৫)। আহত তলিয়ান ম্রো (২০)। হতাহতদের সবার বাড়ি দলিয়ান পাড়ায়। তারা মুরং বাজার এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই দু’জন মারা যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে প্রথমে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স পরে বান্দরবান সাধারণ হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে গুরুতর আহতকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রুমা বাজারগামী একটি পণ্যবাহী গাড়ি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
সোনাগাজী (ফেনী) সাংবাদদাতা জানান, ফেনীর সোনাগাজীতে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে বাস চাপায় নিজাম উদ্দিন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় স্ত্রী দিলারা আক্তারসহ গুরুতর আহত হয়েছে আরো তিনজন।
গতকাল সকাল সাড়ে ৭টার দিকে সোনাগাজী ফেনী সড়কের মঙ্গলকান্দি ইউনিয়নের পুরাতন রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ব্যবসায়ী নিজাম উদ্দিন স্ত্রীকে সাথে নিয়ে শ্বশুরবাড়ি চরলক্ষী গ্রাম থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে উঠে। পথে লক্ষীপুর পুরাতন রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের চাপায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে স্ত্রীর চোখের সামনেই ব্যবসায়ী নিজাম উদ্দিন ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত হয় আরো তিনজন।
মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর-মুজিবনগর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় জিল্লুর রহমান গাজী (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান গাজী মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের মাঠে লিচু বাগান পরিদর্শনের জন্য দুপুরে বাড়ি থেকে গৌরিনগর মোড়ের রাস্তা পার হচ্ছিলেন জিল্লুর রহমান। এ সময় মুজিবনগর থেকে মেহেরপুরগামী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপরে ছিটকে পড়ে রক্তাক্ত যখন হন তিনি। স্থানীয়রা জিল্লুর গাজীকে মেহেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও এর চালক পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা