০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`
হেলথ টিপস

দিনে ১টি লবঙ্গ চিবিয়ে খান

-

লবঙ্গ। এটি স্বাদ ও সুগন্ধ যোগ করে খাবারে। এটি দারুণ উপকারীও। শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহবিরোধী গুণ রয়েছে এই মসলায়। এক টুকরো লবঙ্গ অসুস্থতা এবং সংক্রমণ প্রতিরোধ করতে পারে। প্রতিদিন একটি লবঙ্গ চিবিয়ে খেলে দারুণ উপকার পাবেন। আরো জানুন-
অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস : লবঙ্গে ফ্ল্যাভোনয়েড, ফেনোলিক যৌগ এবং ইউজেনলসহ আরো কিছু শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো কোষকে মুক্ত র‌্যাডিক্যাল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করে, প্রদাহ কমায় এবং অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে। ক্যানসার, হৃদরোগ এবং স্নায়বিক ব্যাধিসহ দীর্ঘস্থায়ী অসুস্থতা প্রতিরোধ করে লবঙ্গ।
সংক্রমণ থেকে রক্ষা করে : লবঙ্গের অন্যতম প্রধান সক্রিয় রাসায়নিক হলো ইউজেনল, যা লবঙ্গ তেল নামে পরিচিত। এর অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য বিভিন্ন অসুস্থতা থেকে রক্ষা করে। ট্রেস এলিমেন্টস অ্যান্ড মিনারেলস জার্নালে প্রকাশিত একটি গবেষণা বলছে, লবঙ্গের তেল শ্বেত রক্তকণিকার সংখ্যা বাড়াতে পারে। প্রতিদিন লবঙ্গ চিবিয়ে খেলে রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। লবঙ্গের তেল অ্যান্টিসেপটিক হিসেবে ভালো কাজ করে।
দাঁত সুস্থ রাখে : প্রতিদিন লবঙ্গ চিবিয়ে খেলে ভালো থাকে দাঁতও। এর ব্যথানাশক গুণ দাঁতের ব্যথা কমাতে এবং মুখের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের একটি রিপোর্ট বলছে এমনটাই।
লিভার পরিষ্কার করে : লবঙ্গ নতুন কোষ গঠনে সাহায্য করে। এ ছাড়া এর উপকারী উপাদান লিভারকে ডিটক্সিফাই করে এবং ইউজেনল এবং থাইমলের মতো বিভিন্ন সক্রিয় উপাদানের মাধ্যমে সুরক্ষা প্রদান করে লিভার ভালো রাখে।
রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে : রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণকারী হরমোন ইনসুলিন লবঙ্গের নির্যাসের মতোই কাজ করে। টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা নিয়মিত লবঙ্গ খেলে উপকার পাবেন। লবঙ্গ ডায়াবেটিস প্রতিরোধেও সাহায্য করে। ইন্টারনেট।

 



আরো সংবাদ



premium cement