০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে প্রাণের বইমেলা শুরু

সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার প্রথম দিনে গতকাল একটি স্টলের দৃশ্য : নয়া দিগন্ত -

নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে শুরু হলো প্রাণের বইমেলা। গতকাল বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেন। এবারের মেলা ভাষাশহীদ-ভাষাসংগ্রামী, মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থান ২৪-এর শহীদ, আহত ও অংশগ্রহণকারীদের উদ্দেশে নিবেদন করা হয়েছে। মেলার থিম হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ।’ এ ছাড়া মেলার প্রতিটি গেটের ব্যানারে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ এর প্রতিকৃতির মাধ্যমে বিপ্লবে ছাত্র-জনতার আত্মত্যাগ তুলে ধরা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানের শুরুর দিকে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

গতকাল মেলার প্রথম দিনেই মানুষের ঢল নামে। উদ্বোধনের পর সোহরাওয়ার্দী প্রাঙ্গণ ঘুরে দেখা যায় সর্বত্রই মানুষে একাকার। মেলার স্টলগুলোও এবার বেশ পরিকল্পনা মতো করা হয়েছে। তাতে মেলার সৌন্দর্যকে বাড়িয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তবে এখনো কিছু কাজ বাকি থাকায় তা অনেকটা অগোছালো রয়েছে। গতকাল মানুষের উপস্থিতি অনেক বেশি থাকলেও দেখা যায় কোথাও চলছিল স্টলে রঙ করার কাজ, কোথাও ছড়িয়ে-ছিটিয়ে ছিল নির্মাণসামগ্রী। এর মধ্যে সবচেয়ে বিরক্তিকর ছিল ধুলা। মেলার পুরো প্রাঙ্গণ ধুলাতে একাকার ছিল। প্রবেশ গেট থেকে শুরু করে মেলার ভেতরে প্রতিটি রাস্তায় ইট বিছিয়ে তাতে বালু দেয়া হলেও পানি ছিটানো হয়নি। ফলে বালু থেকে ব্যাপক ধুলা মেলার পরিবেশকে দূষিত করে তুলেছে। এতে অনেকে বিরক্তি প্রকাশ করেছেন।

এ বছর মেলার সাজসজ্জায় লাল, কালো ও সাদা রঙ ব্যবহার করা হয়েছে। কর্তৃপক্ষ জানান, এর মাধ্যমে জুলাই-আগস্ট ছাত্র-জনতা বিপ্লবের প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হয়েছে। এ ছাড়া মেলাকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। সেগুলোর নামকরণ ভাষা শহীদদের নামে করা হয়েছে। অন্য দিকে লাল, কালো ও সাদা রঙ এর মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ফুটিয়ে তোলা হয়েছে। লাল বিপ্লবের এবং কালো হলো শোকের প্রতীক। রয়েছে জুলাই চত্বর নামে আলাদা চত্বর। এর পাশাপাশি গণ-অভ্যুত্থানের নানা চিত্র উপস্থাপন করা হয়েছে।
এবার মেলায় অংশ নিচ্ছে ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান। গত বছর এ সংখ্যা ছিল ৬৩৫। বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে রয়েছে ৬০৯টি প্রতিষ্ঠান। মোট ৩৭টি প্যাভিলিয়নের ৩৬টি সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলা একাডেমি প্রাঙ্গণে রয়েছে একটি। মেলা ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলাপ্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল ৮টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

গতকাল বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকাশক প্রতিনিধি মো: রেজাউল করিম বাদশা।
এ দিকে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি ও বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির দাবির পরিপ্রেক্ষিতে এবার পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্তে কালো তালিকাভুক্ত প্রকাশকদের প্যাভিলিয়ন বাতিল করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। মেলা পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্যাভিলিয়ন বাতিল হওয়া প্রকাশনা প্রতিষ্ঠানগুলো হলো- তাম্রলিপি, কাকলী প্রকাশনী, পাঠক সমাবেশ, পুঁথিনিলয়, সময়, মিজান পাবলিশার্স, চারুলিপি, জিনিয়াস পাবলিকেশন, নালন্দা, পার্ল পাবলিকেশন, বিশ্ব সাহিত্য ভবন ও শব্দ শৈলী। এ ছাড়া বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে প্রকাশনা জগতে পরিচিত আগামী প্রকাশনী, অন্য প্রকাশ ও অনুপম প্রকাশনীর প্যাভিলিয়ন সাইজ ২৪/২৪ থেকে কমিয়ে ২০/২০ করার সিদ্ধান্ত হয়েছে।


আরো সংবাদ



premium cement
৮ মেগা প্রকল্পের ৭৫২ কোটি ডলার লোপাট! সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নির্দেশনা দিয়েছিল ভারতের ‘র’! একুশের চেতনাই জুলাই বিপ্লবে জাতিকে ঐক্যবদ্ধ করেছে রাজউকের নিম্নবিত্ত আবাসনের ১০১১ একর ভূমির বেশির ভাগই বেদখলে স্বৈরাচারের মাথা পালালেও কিছু অবশিষ্ট রয়ে গেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটকে নিষ্ক্রীয় করার চেষ্টা চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্বে জামায়াত কোথাও জড়িত নয় যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধে বেশি ভুগবে ইউক্রেন ও ইসরাইল বাংলাদেশ কুড়িতম লিবিয়া উপকূলে ভেসে আসছে লাশ, ২০ বাংলাদেশী নিহত লাল ফিতার দৌরাত্ম্য কমাতে সংস্কারের পরামর্শ টাস্কফোর্সের ভাষা আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ

সকল