০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`
সংবাদ সম্মেলনে ডিবি

শীর্ষ সন্ত্রাসীদের ধরার চেষ্টা চলছে

-

শীর্ষ সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত হতে না পারলেও চেষ্টা চলছে। রাজধানী ঢাকাসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং অচিরেই আইনশৃঙ্খলার সুফল মিলবে। গতকাল দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি প্রধান) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ কথা বলেন।
তিনি বলেন, আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি, ঢাকাসহ সারা দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যা যা করা দরকার পুলিশ তা করছে। ছিনতাইকারী যারা বিঘœ সৃষ্টি করছে তাদের ধরার জন্য আমাদের ডিবির স্পেশাল টিমগুলো দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। আমার মনে হয় আমরা অচিরেই সুফল পাব। আমাদের যে আইনানুগ ব্যবস্থা রয়েছে, আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ছিনতাইকারী, অন্যায়কারী সবাইকেই আমরা আইনের আওতায় আনতে সক্ষম হবো।
জামিনে মুক্তি পাওয়া ‘শীর্ষ সন্ত্রাসী’দের বিষয়ে এক প্রশ্নে ঢাকার ডিবি প্রধান বলেন, পিচ্চি হেলাল বা ইমনসহ শীর্ষ সন্ত্রাসীদের গ্রুপের যেই থাকুক তাদের আইনের আওতায় নিয়ে আসব। ইতোমধ্যে এসব গ্রুপের কয়েকজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তবে শীর্ষ সন্ত্রাসীদের এখনো ‘ট্রেস’ করা সম্ভব না হলেও প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

এর আগে ডিবির কয়েকটি অভিযানে আসামি গ্রেফতারের তথ্য তুলে ধরে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, গত ২৮ জানুয়ারি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে মিনহাজ নামের এক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার পটুয়াখালী থেকে কিং মাহফুজ গ্রুপের প্রধান মাহফুজ সরকারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাকিরা হলেন- জাহিদুল ভুঁইয়া শাওন, সাব্বির সরকার, আশিক ও সোহান মিয়া। এর আগে এই ঘটনায় আরো দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, মিনহাজকে পূর্ব শক্রতার জের ধরে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে গ্রেফতার কিং মাহফুজ গ্রুপের রাজনৈতিক পরিচয় আমরা এখনো জানতে পারিনি। তাকে জিজ্ঞাসাবাদ করছি, ঘটনার সাথে যারই সংশ্লিষ্টতা থাকুক আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসব। গত ২১ জানুয়ারি পল্টনের বিজয়নগর এলাকায় ছুরিকাঘাতে প্রাইভেটকার চালক মোহাম্মদ সাজু মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার রাতে কুমিল্লা থেকে রোকন মিয়া নামে একজনকে গ্রেফতারের কথা জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা। রোকন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন জানিয়ে রেজাউল করিম মল্লিক বলেন, ছিনতাইয়ের উদ্দেশ্যে সেদিন সাজু মিয়াকে ছুরিকাঘাত করে মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নেয়া হয়।

গত ৩০ জানুয়ারি আদাবরে চাপাতির কোপে সুমন শেখ নামে এক যুবকের কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় শুক্রবার ঢাকার বিভিন্ন এলাকা থেকে আলমগীর, শাহজাহান, তরিকুল ইসলাম ও রাহাত হোসেন নামে চারজনকে গ্রেফতার করে ডিবি। এ ছাড়া শুক্রবার রাতে ঢাকার রামপুরা এলাকা শামীম হোসেন নামে এক ছিনতাইকারীকে ছিনতাইয়ের সময় ‘হাতেনাতে’ গ্রেফতার করেন। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় ছিনতাই ও ডাকাতি প্রস্তুতির ঘটনায় সাতটি মামলা রয়েছে। গত বছরের ২৭ নভেম্বর রাতে আদালত ভবনের সামনে থেকে রাজীব দাস নামের এক গহনার দোকানিকে মারধর করে এক কেজি স্বর্ণ লুটের ঘটনায় পটুয়াখালীর বাউফল ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- বিধান চন্দ্র বিশ্বাস, সবুজ হাওলাদার, আল আমিন খান, তরিকুল ইসলাম, শফিকুর রহমান চুন্নু ও আজিম উদ্দিন। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৯২৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
৮ মেগা প্রকল্পের ৭৫২ কোটি ডলার লোপাট! সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নির্দেশনা দিয়েছিল ভারতের ‘র’! একুশের চেতনাই জুলাই বিপ্লবে জাতিকে ঐক্যবদ্ধ করেছে রাজউকের নিম্নবিত্ত আবাসনের ১০১১ একর ভূমির বেশির ভাগই বেদখলে স্বৈরাচারের মাথা পালালেও কিছু অবশিষ্ট রয়ে গেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটকে নিষ্ক্রীয় করার চেষ্টা চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্বে জামায়াত কোথাও জড়িত নয় যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধে বেশি ভুগবে ইউক্রেন ও ইসরাইল বাংলাদেশ কুড়িতম লিবিয়া উপকূলে ভেসে আসছে লাশ, ২০ বাংলাদেশী নিহত লাল ফিতার দৌরাত্ম্য কমাতে সংস্কারের পরামর্শ টাস্কফোর্সের ভাষা আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ

সকল