০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`
আইএসপিআরের বিজ্ঞপ্তি

যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যুতে দুঃখ প্রকাশ

-

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যুর ঘটনা অনাকাক্সিক্ষত বলে জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। এ অনাকাক্সিক্ষত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। একই সঙ্গে সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ুযৌথবাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে আটক করা হয় মো: তৌহিদুল ইসলামকে (৪০)। পরের দিন শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
এ অনাকাক্সিক্ষত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে। ইতিমধ্যে, উক্ত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
এ ছাড়া মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

 

 


আরো সংবাদ



premium cement