চীনের কৃত্রিম সূর্যের নতুন রেকর্ড
- নয়া দিগন্ত ডেস্ক
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৮
চীন আবারো চমকে দিয়েছে বিশ্বকে। চীনের তৈরি ‘কৃত্রিম সূর্য’ নামে ুপরিচিত ফিউশন চুল্লিটি শক্তি উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে। কৃত্রিম সূর্য নিজের আগের রেকর্ড ভেঙে আরো বেশি সময় ধরে উচ্চ তাপমাত্রায় প্লাজমা ধরে রাখতে সক্ষম হয়েছে।
চীনের দাবি, এই অর্জন পারমাণবিক ফিউশন শক্তি উৎপাদনে বড় অর্জন। এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপারকন্ডাক্টিং টোকামাক (ইএএসটি) নামে নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর গত ২০ জানুয়ারি এক হাজার ৬৬ সেকেন্ড প্লাজমার একটি স্থির ও অত্যন্ত সীমাবদ্ধ লুপ বজায় রেখেছে।
এটি সক্ষম হয়েছে প্লাজমার উচ্চ শক্তির চতুর্থ অবস্থাকে ধরে রাখতে, যা আগের ৪০৩ সেকেন্ডের রেকর্ডের দ্বিগুণেরও বেশি সময়। বিজ্ঞানীরা বিশ্বাস করেন, এই প্রযুক্তি আরো উন্নত হলে ভবিষ্যতে ফিউশন শক্তিকে একটি নির্ভরযোগ্য শক্তির উৎস হিসেবে ব্যবহার করা যাবে। ইন্টারনেট।