এ দেশে ভারতবশ্যতার রাজনীতি আর ফিরে আসবে না : ডা: তাহের
- চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন, কোনো স্বৈরাচার দেশ থেকে একবার পালিয়ে গেলে ইতিহাস বলে সে আর কখনো ফিরে আসে না। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও আর কখনো দেশে ফিরতে পারবে না।
তিনি গতকাল সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী মডার্ন স্কুল অ্যান্ড মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডা: তাহের বলেন, ফ্যাসিস্ট আাওয়ামী লীগের পরাজয় মানে আধিপত্যবাদী ভারতের পরাজয়। স্বৈরাচারী হাসিনার পতনে তার মিত্র ভারত দিশেহারা হয়ে পড়েছে, এ জন্য তারা সীমান্ত উত্তেজনা তৈরি এবং তাদের এ দেশীয় দোসরদের মাধ্যমে নানান চক্রান্তে লিপ্ত হয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব দল ও মতের লোকদের ঐক্যবদ্ধ হয়ে তাদের সব চক্রান্ত ও অপচেষ্টাকে রুখে দিতে হবে।
তিনি বলেন, আমাদের দেশের সুন্দর ও স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করতে ভারত ও দেশী-বিদেশী চক্রান্তকারীরা এখনো বিরামহীন ষড়যন্ত্র করে যাচ্ছে। ভারতকে বুঝতে হবে বাংলাদেশে তাদের বশ্যতার রাজনীতি আর কখনো ফিরে আসবে না। ডা: তাহের বলেন, আমরা আগামীতে এমন একটি জাতীয় সরকার চাই, যারা দেশ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, লুটপাট ও সব অন্যায় দূর করে মানুষের মৌলিক অধিকার ও চাহিদাগুলো পূরণে সক্ষম হবে। এ জন্য দেশের নেতৃত্ব থেকে অসৎ লোকদের সরিয়ে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিদের আগামীর রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। তিনি বলেন, সংস্কারবিহীন নির্বাচন যেমন অর্থবহ হবে না, তেমনি নির্বাচন না হলে দেশের পরিবেশও স্থিতিশীল হবে না। তাই প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাসনাত মো: আবদুল হালিম বলেন, পতিত স্বৈরচারী আওয়ামী লীগ সরকার দেশের অসংখ্য আলেম-ওলামা ও ছাত্র-জনতাসহ হাজার হাজার লোককে হত্যা করেছে। তাদের জুলুম নির্যাতনে সাধারণ মানুষ নিজেদের বাড়ি ঘরে থাকতে পারেনি, গত জুলাই আগস্টের আন্দোলনে দুই সহস্রাধিক দেশপ্রেমিক ছাত্র-জনতা জীবনের বিনিময়ে দেশকে ফ্যাসিস্টমুক্ত করার পর বর্তমানে মানুষ স্বাধীনভাবে জীবন যাপন করতে পারছে।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করেন প্রখ্যাত মুফাসসির ও বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি আমির হামজা। বিশেষ আলোচক ছিলেন সাভার বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইয়াহিয়া তাকী।
সাবেক ছাত্রনেতা মো: মনির হোছাইন মজুমদারের সভাপতিত্বে ও মাওলানা আবদুল বাতেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা দক্ষিণ জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর আমির মাওলানা মো: ইব্রাহীম, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল হাকিম, সেক্রেটারি আবু তাহের, শিবিরের সাবেক উপজেলা সভাপতি রবিউল হোসেন মিলন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা