বাংলাদেশে আ’লীগের রাজনীতি করার অধিকার নেই : ভিপি নুর
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৫
ভারতকে গণহত্যার মামলার আসামিদের ফেরত দেয়ার আহ্বান জানিয়ে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। ফ্যাসিবাদের দোসর কাউকে রাস্তায় মিছিল করতে দেখলেই প্রতিরোধ গড়ে তুলবেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে স্থিতিশীল করতে পারছে না, তাই যত দ্রুত সম্ভব একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করুন। আমাদের খেয়াল রাখতে হবে চব্বিশের গণ-অভ্যুত্থানকে পুঁজি করে নতুন করে যেন ফ্যাসিবাদ কায়েম না হয়। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহতদের সুস্থতা কামনা ও নিহতদের স্মরণে গতকাল বিকেলে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় বিক্রমপুর প্লাজার সামনে আয়োজিত দোয়া ও জনসভায় এ কথা বলেন। গণ-অধিকার পরিষদ শ্যামপুর থানা শাখা এই আয়োজন করে।
নুরুল হক নুর বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেঈমানি করে সরকার যেন এমন কিছু না করে যাতে জনগণ তাদের বিপক্ষে অবস্থান নেয়। এই সরকারেকে জনগণের পালস বুঝে কাজ করতে হবে।
সাধারণ সম্পাদক মো: রাশেদ খান বলেন, শ্যামপুরের জনসভায় আহত যোদ্ধা ও শহীদ পরিবারের আক্ষেপ আমাদের ভাবাচ্ছে যে, সরকার ৬ মাসে কী করেছে? এখনো তাদের ক্ষতিপূরণ দিতে পারলো না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা দেখছি না। প্রধান উপদেষ্টা সবার, অথচ তিনি নতুন দলকে শুভ কামনা জানাচ্ছেন। তার মানে কি তিনিই কিংস পার্টি গঠনের মূলে রয়েছেন? আমরা ছাত্রদের দল গঠনের শুভ কামনা জানাই। কিন্তু কিংস পার্টি যাতে না হয়, সে দিকে তাদের খেয়াল রাখতে হবে। কারণ গণ-অভ্যুত্থান সবার, এটাকে পুঁজি করে একক ফায়দা নেয়ার সুযোগ নেই।
জনসভায় সভাপতিত্ব করেন গণ-অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, কেন্দ্রীয় সদস্য শাহজাহান মিয়া, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল, ছাত্র অধিকার পরিষদের সভাপতি অর্নব হোসাইন, যুব অধিকার পরিষদের সভাপতি হিরণ মিয়া, গণ-অধিকার পরিষদের নেতা বশির মিয়া, হুমায়ুন কবির প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা