০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

ক্ষমতায় থেকে দল গঠন মানুষ ভালোভাবে নেয় না : জোনায়েদ সাকি

-

ক্ষমতায় থেকে দল গঠন মানুষ ভালোভাবে নেয় না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জুলাই গণহত্যার বিচার, শহীদদের তালিকা, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে অনুষ্ঠিত এক ছাত্র সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জোনায়েদ সাকি বলেন, ছাত্ররা নতুন দল করতে চাইছে, আমরা স্বাগত জানাই। অভ্যুত্থানের চৈতন্য নিয়ে, আকাক্সক্ষা নিয়ে যদি নতুন দল হয়, ছাত্রদের একাংশ যদি দল গঠন করে তাহলে আমরা তাদের স্বাগত জানাব। কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। সাকি বলেন, ৫ মাস পার হয়ে গেলেও এখনো গণহত্যার বিচারে কোনো কার্যকর ভূমিকা সরকার নেয়নি। আমরা এখনো আহতদের আর্তনাদ শুনতে পাচ্ছি। শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি। সরকারকে বলি, দ্রুততম সময়ে এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নিন। অভ্যুত্থানের পরের সরকার ব্যর্থ হোক, সেটা আমাদের কাম্য নয়। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করেন, ছাত্রদের জন্য ছাত্র কাউন্সিল গঠন করেন এবং সবাইকে নিয়ে বাংলাদেশ পরিচালনা করে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করেন।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শ্যামলী শীল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহসাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন শেখ, অর্থ সম্পাদক ফারহানা মুনা, কেন্দ্রীয় সদস্য শ্রীধাম শীল, আরমানুল হক, আল-আমিন রহমান, আজাদ হোসেন, রাইদুল ইসলাম সাকিব প্রমুখ।

 

 


আরো সংবাদ



premium cement

সকল