বিনামূল্যের বই বিতরণে বৈষম্যের শিকার কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা
- শাহেদ মতিউর রহমান
- ২৭ জানুয়ারি ২০২৫, ০১:৪৪
বিনামূল্যের পাঠ্যবই প্রাপ্তিতে বৈষম্যের শিকার হচ্ছেন বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা। বিভিন্ন জেলা ও উপজেলায় এই বৈষম্যের কথা জানিয়েছেন শিক্ষকরা। যদিও প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সব শিক্ষার্থী বিনামূল্যের পাঠ্যবই পাওয়ার অধিকার রাখে কিন্তু এরপরও কোনো কোনো জেলা উপজেলায় বৈষম্য হচ্ছে বলে জানা গেছে। এদিকে ঢাকার অদূরে গাজীপুর জেলার সদর উপজেলায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যের বই বিতরণে বৈষম্যের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সদর উপজেলার শিক্ষা অফিসারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আসায় ইতোমধ্যে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আবু নূর মো: শামসুজ্জামান গাজীপুরের সদর উপজেলার বই বিতরণে বৈষম্যের বিষয়ে তদন্তের উদ্যোগ নিয়েছেন। অভিযোগের বিষয়ে ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মনিটরিং মূল্যায়ণ উপপরিচালক তৌহিদুল ইসলামকে আহ্বায়ক, শিক্ষা অফিসার পিডিইপি-৪ মো: আশরাফুজ্জামানকে সদস্য সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের ইন্টারনাল অডিট সেলের সহকারী পরিচালক মো: আনোয়ার হোসেনকে কমিটির সদস্য করা হয়েছে। আগামী ১০ কর্ম দিবসের মধ্যে সরেজমিনে তদন্তপূর্বক রিপোর্ট দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালাম নিবন্ধনবিহীন বেসরকারি স্কুলে বই না দেয়ার ঘোষণা ও কিন্ডারগার্টেন স্কুলগুলোকে দোকান বলে আখ্যায়িত করার প্রতিবাদে কিন্ডারগার্টেন শিক্ষকরা তার অপসারণ দাবি করে কর্মসূচি পালন করছেন। আন্দোলনরত শিক্ষকরা জানান, গাজীপুর সদর উপজেলায় সদ্য যোগদানকারী শিক্ষা অফিসার আব্দুস সালাম বই বাণিজ্য ও নিবন্ধন বাণিজ্যের অসৎ উদ্দেশ্যে সদর উপজেলার সাত শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের প্রায় অর্ধলক্ষাধিক শিশুকে বই না দেয়ার ঘোষণা দিয়ে সরকারের নির্দেশনা লঙ্ঘন করেছেন। গত ১৪ জানুয়ারি উপজেলার চার শতাধিক স্কুলের প্রধান শিক্ষককে নিজ কার্যালয়ে আমন্ত্রণ করে ২ ঘণ্টা বসিয়ে রেখেও তিনি সাক্ষাৎ দেননি। তিনি কিন্ডারগার্টেন সম্পর্কে দোকান বলে অশালীন মন্তব্য করেছেন। ১৪ জানুয়ারি সন্ধ্যায় গাজীপুর সদর মেট্রো থানায় শিক্ষক নেতাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।
বাংলাাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মো: মিজানুর রহমান সরকার এ বিষয়ে গতকাল নয়া দিগন্তকে জানান, শিক্ষা বিস্তারে এখনো সরকারি প্রতিষ্ঠানের চেয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা বেশি। সরকারি কোনো প্রকার দান অনুদান ব্যাতিরেকে দেশের কিন্ডারগার্টেন স্কুলগুলো শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। কিন্তু কিছু কর্মকর্তা এখনো এই কিন্ডারগার্টেন স্কুলগুলোর অবদান স্বীকার করতেই চান না । এটা খুবই দুঃখজনক। বিনামূল্যের বই বিতরণে কোনো প্রকার বৈষম্য কোনোমতেই কাম্য নয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা