নওগাঁ ও সাতক্ষীরায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৭ জানুয়ারি ২০২৫, ০১:৪৩
সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নওগাঁর মহাদেবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবদুস সোবহান (৬৭) নামের অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারী নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে সাতক্ষীরা শহরের আমতলা মোড় এলাকায় সাতক্ষীরা -খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুস সোবহান সাতক্ষীরা শহরের পৌর এলাকার মধ্যকাটিয়া গ্রামের অধিবাসী তিনি সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়িতে উচ্চমান সহকারী ছিলেন।
নিহতের স্বজনরা জানান, রোববার বেলা ১১টার দিকে বাজার করার জন্য বাড়ি থেকে বের হন আবদুস সোহবান। বাজার করে বাড়ি ফেরার পথে শহরের আমতলা মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অপর একটি মোটরসাইকেলের সাথে আবদুস সোবহানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাটিতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর মহাদেবপুরে চাল ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবদুর রহমান (২২) নামক মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বিদ্যুৎ হোসেন (২০) নামক অপর একজন গুরুতর আহত হয়েছে। গতকাল বিকেলে মহাদেবপুর-ছাতড়া সড়কের বাছড়ার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহমান উপজেলার চাঁন্দাশ ইউপির ডিমজাওন গ্রামের নুরনবীর ছেলে ও আহত বিদ্যুৎ একই গ্রামের বাবুর ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মুদিখানা দোকানের জিনিসপত্র কেনার জন্য আবদুর রহমান তার বন্ধু বিদ্যুৎ হোসেনকে সাথে নিয়ে মোটরসাইকেলে ডিমজাওন থেকে ছাতড়ার দিকে যাচ্ছিলেন। পথে বাছড়ার মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি চালবোঝায় ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুর রহমানের মৃত্যু ঘটে। গুরুতর আহতাবস্থায় বিদ্যুৎকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা