দেশের কয়েকটি অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ
তাপমাত্রা নেমেছে ৮.৬ ডিগ্রিতে- নিজস্ব প্রতিবেদক
- ২৭ জানুয়ারি ২০২৫, ০১:৪২
আবারো কমছে তাপমাত্রা। আরো ৩-৪ দিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে। দেশের কয়েকটি অঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে। কুয়াশার কারণে সকাল দিকে তাপমাত্রা কম থাকলেও দুপুরের দিকে বেশ উত্তাপ অনুভূত হয়। কিন্তু রাতের বেলা আবারো কমে যায় তাপমাত্রা। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, আজ সোমবার রাজশাহী ও রংপুর বিভাগের অন্তত ৬টি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ থাকবে। এর বাইরে সিলেট জেলার মৌলভীবাজার জেলা ও রাজশাহীর বাঘা অঞ্চলের ওপরও মৃদু শৈত্য প্রবাহিত হচ্ছে। আগামীকাল মঙ্গলবারও মৃদু শৈত্যপ্রবাহ এসব অঞ্চলে অব্যাহত থাকতে পারে। চলতি জানুয়ারিতে তথা চলতি শীত মৌসুমে এটাই হতে যাচ্ছে শেষ শৈত্যপ্রবাহ। অবশ্য আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিছুটা শীত থাকবে তবে তা হবে খুবই স্বল্প সময়ের জন্য বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অফিস সামনের সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে কিছুটা বৃষ্টি হবে বলে জানিয়েছে। বৃষ্টি হলে কুয়াশা কেটে যাবে এবং দিবা ভাগের বেশিরভাগ সময় সূর্যের তাপ পাওয়া যাবে বলে শীত অনেকটাই কমে যাবে।
আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, দিনাজপুর ও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। এ ছাড়াও দেশের আরো কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের মতো নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকা বিভাগের কেবল ঢাকা ছাড়া অন্য সব জেলার নিম্ন তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের প্রায় কাছাকাছি ছিল। ঢাকা শহর ঘনবসতি বলে, এখানে প্রচুর যানবাহন চলাচল করে বলে ঢাকা অন্যান্য জেলার চেয়ে অপেক্ষাকৃত গরম।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছীতে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার জেলার টেকনাফে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া কেন্দ্রে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ািছল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা