আন্দোলনে আহতদের কারাগারের কাজে চাকরি দেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা জেলা প্রতিনিধি
- ২৭ জানুয়ারি ২০২৫, ০১:৪২
স্বরাষ্ট্র উপদেষ্টা লে: জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কারাগারের জরুরি সেবা নম্বর পরিচালনায় ছাত্র-জনতার আন্দোলনে আহতদের মধ্য থেকে নিয়োগ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি গতকাল রোববার ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা হটলাইন নাম্বার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগারে বন্দীদের স্বজনের জন্য ০৯৬১২০২১৬৯০ জরুরি সেবা হটলাইন নম্বর উদ্বোধন করা হয়েছে। এই নাম্বারে ফোন করে বন্দীর সম্পর্কে যেসব বিষয় জানতে পারবেন তা হচ্ছে; বন্দীর অবস্থান সম্পর্কিত তথ্য, হাজিরার তারিখ, বন্দীদের সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, বন্দীর শারীরিক অবস্থা সম্পর্কিত তথ্য, প্যারোলে মুক্তি সম্পর্কে তথ্য ও অভিযোগ/পরামর্শ। এই হটলাইন সার্বক্ষণিক খোলা থাকবে।
জুলাই বিপ্লবে জেলখানা ভেঙে যেসব কয়েদি পালিয়েছিল তার কতজন ধরা পড়েছে ও কতজন বাইরে আছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৭০০ জন বাইরে আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটকের চেষ্টা চালাচ্ছে। তদন্তে কোনোরকম ঘাটতি বা ব্যর্থতা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, কোনো ঘাটতি নাই, যাতে ঠিকমতো তদন্ত হয় সেজন্য সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে। শীর্ষ সন্ত্রাসীরা বের হয়ে আবারো সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগিরই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আমরা সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিচ্ছি। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
পুলিশের স্বল্পতা আছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, পুলিশের স্বল্পতা নাই তবে আগের মতো পুলিশের কাজে গতি নাই। গতি কমে গেছে। পুলিশ আগের মতো কাজের উদ্যমে নাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় বন্দীর সংখ্যা বেশি। তাই হয়তো কোনো সমস্যা হতে পারে। রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় কতজন দাগি আসামি বের হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সাধারণ ক্ষমা কারো জন্য ঘোষণা করা হয়নি। এর আগে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে এলে কারারক্ষীদের সালাম গ্রহণ করেন। পরে তিনি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের কার্যালয়, কারা মনন চর্চা, কারা চৌকা (রান্না ঘর), কারা মক্তব ও কারা হাসপাতাল পরিদর্শন করেন। বিভিন্ন সেলে বন্দীদের সাথে কথাও বলেন।
এদিকে নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন কারাগারে পরিদর্শনে যান তখন ডিভিশনপ্রাপ্ত ‘ভিআইপি’ বন্দীদের সাথে তার দেখা সাক্ষাৎ হয়েছে কি-না জানতে চাইলে- ঘটনাস্থলে উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নয়া দিগন্তকে বলেন, স্যার হটলাইন সেবার উদ্বোধন করেন। তার আগে কারাগারে থাকা হাজতি ও কয়েদি বন্দীদের সাথে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন। এ সময় কারাগারে আটক সাবেক এমপি, মন্ত্রীদের সেলে তিনি যাননি। তাদের বিষয়ে অন্যভাবে খোঁজ খবর নিয়েছেন। স্যার দূর থেকেই খোঁজ নেয়ার চেষ্টা করেছেন বলে জানান তিনি।
গতকাল রোববার সন্ধ্যার আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন কর্মকর্তার সাথে এমন তথ্যের সত্যতা জানতে যোগাযোগ করা হলে তিনি আটক ‘ভিআইপি’ বন্দীদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার দেখা-সাক্ষাৎ না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি সব বন্দীর খোঁজ খবর নেয়ার চেষ্টা করেছেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, উপ কারা মহাপরিদর্শক ঢাকা বিভাগ মো: জাহাঙ্গীর কবির, কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এ এম মাসুম, এডিশনাল পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা