প্যারিসে পিনাকীর ‘ফুলকুমারী’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
- মাহবুব হোসাইন, ফ্রান্স
- ২৬ জানুয়ারি ২০২৫, ০২:০৯
প্যারিসের লো পারশঁ হোটেলে অনুষ্ঠিত হয়েছে লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনীতিক পিনাকী ভট্টাচার্যের সর্বশেষ বই ‘ফুলকুমারী’র প্রকাশনা।
এটি তার শরণার্থী জীবনের ওপর ভিত্তি করে রচিত। যেখানে লেখক কোভিড মহামারির কঠিন সময়ে নির্বাসিত জীবন এবং একটি ইঁদুরের সাথে কথোপকথনের মাধ্যমে উপন্যাসটির পট তৈরি করেছেন।
বইটি ইতোমধ্যে অনলাইন মার্কেট প্লেস অ্যামাজনে দক্ষিণ এশীয় ক্যাটাগরিতে বেস্ট সেলার হয়েছে। আলোচিত বইটি প্রকাশ করেছে প্যারিসভিত্তিক প্রকাশনা সংস্থা পিক্ট বুকস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারিস ইনস্টিউট ফর ক্রিটিক্যাল থিংকিংয়ের (পিক্ট) এক্সিকিউটিভ ডাইরেক্টর এভ্রিম সালিম সাইয়ের এবং পিক্ট-এর এডিটর এট লার্জ ডেভিড সালিম সাইয়ের।
অনুষ্ঠানটি বাংলা এবং ইংরেজি দুই সেশনে পরিচালিত হয়। বাংলা সেশনের সঞ্চালনায় ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন এবং ইংরেজি সেশনের সঞ্চালনা করেন তরুণ অ্যাক্টিভিস্ট মানুচেহের শাফি। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাক্টিভিস্ট মুহাম্মদ আলী চৌধুরী।
ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যক্তিরা ছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক, কবি, সাহিত্যিক এবং মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
লেখক পিনাকী ভট্টাচার্য তার বক্তব্যে বইয়ের একটি অংশ শ্রোতাদের সামনে পড়েন। সময় তিনি বাংলাদেশের টেকনাফের আলোচিত একরাম হত্যাকাণ্ড উল্লেখ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
ফুলকুমারীতে স্থান পেয়েছে টেকনাফের আলোচিত একরাম হত্যাকাণ্ডের ঘটনাও।
পিনাকী ভট্টাচার্য আরো বলেন, বাংলাদেশী লেখকদের বৈশ্বিক পাঠক মহলকে আকৃষ্ট করতে ইংরেজিসহ অন্যান্য ভাষায় লেখা উচিত। এটির ফলে বাংলাদেশের সাথে বিশ্বের যোগাযোগ বাড়বে। পাঠকদের মধ্যে ফুলকুমারী বইয়ের ওপর আলোচনা করেন ফ্রান্স ২৪-এর সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী ও পিনাকী ভট্টাচার্যের সহধর্মিণী ডা: আনজুমান আরা বেগম।
ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মান্নান আজাদ, কমিউনিটি ব্যক্তিত্ব টি এম রেজা, গ্লোবাল সিকিউরিটি কনসালটেন্ট আনিসুর রহমান, ব্যবসায়ী শহিদুল ইসলাম, সাংবাদিক কামরুজ্জামান, নারী নেত্রী শামীমা আক্তার রুবী, সাবেক সেনা কর্মকর্তা মীর জাহান, ব্যাংকার ইফতেশাম চৌধুরী, কবি বদিউজ্জামান জামান, লেখক খান আনোয়ার হোসেন, বিসিএফ প্রতিনিধি মোসাদ্দেক সাইফুল, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক মোমিন আনসারী, তরুণ অ্যাক্টিভিস্ট ওয়াদুদ তানভীর, শাহজাহান আহমেদ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা