মানবতাবিরোধীদের বিচারের পরে নির্বাচন : গোলাম পরোয়ার
- ভোলা ও চরফ্যাশন সংবাদদাতা
- ২৬ জানুয়ারি ২০২৫, ০২:০৮
বাংলাদেশ জামায়াতে ইসলামের জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এমপি বলেছেন, নির্বাচনে আগেই মানবতাবিরোধী ফ্যাসিস্টদের বিচার করতে হবে। তারপর সংস্কার করতে হবে। সংস্কার না করে কোনো নির্বাচন হবে না। যারা দ্রুত নির্বাচন চায় তাদের কথায় ভিন্ন সুর। কারণ তারা ভোট ডাকাতি করতে চায়। গতকাল শনিবার সকালে ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে জামায়াতের বিশাল কর্মিসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াত ইসলামী ভোলা জেলা শাখা এ কর্মিসম্মেলনের আয়োজনে করে।
তিনি আরো বলেন, সংস্কারের জন্য আমরা সময় দিতে রাজি আছি। সব ইসলামী দল তাই চায়। কারণ জনগণ একটি নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। আগামী ছয় মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে হবে।
তিনি আরো বলেন, এ সরকারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চাই, তাহলে আগামীর নতুন বাংলাদেশ গড়তে পারব। এ সময় তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরো বলেছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। ইসলামি দলগুলো সেটাই চায়।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ দলের বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. আ জ ম ওবায়েদুল্লাহ, এ কে এম ফকরুদ্দিন খান রাজি, মাওলানা ফজলুল করিম, মোস্তফা কামাল, অ্যাডভোকেট পরভেজ হোসেন প্রমুখ।
সভাপতিত্ব করেন, জামায়েত ইসলামীর ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন জামায়েত ইসলামীর জেলা সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
সম্মেলনে লাখো মানুষের উপস্থিতে জনসমুদ্রে পরিণত হয়। ১৮ বছর পর জামায়াতের এই সম্মেলনকে কেন্দ্রে করে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, বাংলাদেশে গত ১৫ বছরের সব হত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা, জুডিশিয়াল কিলিং করে নিরপরাধ মানুষদেরকে নির্বিচারে হত্যা, দিনের ভোট রাতে দেয়া, নিরাপরাধ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানিসহ যত মানবতা বিরোধী কর্মকাণ্ড হয়েছে সবকিছুই শেখ হাসিনা নির্দেশে হয়েছে।
তিনি আরো বলেন নির্বাচনের আগে মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পন্ন করতে হবে। আমরা তাদের কাছে ঋণী। তাদের ঋণ পরিশোধ করতে হবে। আজকে যেই বাংলাদেশ হয়েছে। মানবতাবিরোধী অপরাধে শহীদরাও সেই বাংলাদেশে চেয়েছিল। সুতরাং সেই বিচার হতেই হবে। জুডিশিয়াল কু করে জামায়াত নেতাদেরকে ফাঁসি দেয়া হয়েছে। সেই জুডিশিয়াল কুর সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
ভোলার দাবি-দাওয়ার বিষয়ে মিয়া গোলাম পরোয়ার বলেন, ভোলার সাবেক এমপিদের লজ্জা হওয়া উচিত। ভোলার মানুষের যেই দাবি রয়েছে এগুলো আরো ২০ বছর আগের দাবি। এগুলো আপনারা কেন বাস্তবায়ন করতে পারলেন না। ভোলার ২০ লাখ মানুষের প্রাণের দাবি ভোলার গ্যাস ভোলায় ঘরে ঘরে গৃহস্থালি কাজের জন্য সংযোগ দিতে হবে। ভোলা- বরিশাল সেতু নির্মাণ করতে হবে।
ভোলার আরেকটি সুন্দর দ্বীপ মনপুরা। এ দ্বীপকে বিদ্যুতের ক্ষেত্রে জাতীয় গ্রিডে সাথে সংযুক্ত করতে হবে। ভোলার শিক্ষার্থীরা বরিশাল, ঢাকা গিয়ে পড়াশোনা করে। ভোলার খেটে খাওয়া অভিভাবকদের জন্য এটা অত্যন্ত কষ্টকর। এ জন্য ভোলায় মেডিক্যাল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।
ভোলার মানুষের এ দাবির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী একমত। আগামী দিনে বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় এলে আমরা আপনাদের এই দাবি বাস্তবায়নে অগ্রাধিকার ভূমিকা রাখব।
ভারতে বাংলাদেশী তরুণীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ
ভারতের ব্যাঙ্গালুরুতে এক বাংলাদেশী তরুণীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল এক বিবৃতিতে বলেন, ভারতের ব্যাঙ্গালুরুতে এক বাংলাদেশী তরুণীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভারতে বসবাসকারী বাংলাদেশীদের জানমালের নিরাপত্তা বিধান করা ভারত সরকারের দায়িত্ব। বাংলাদেশী তরুণীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় ভারতে বসবাসকারী বাংলাদেশীদের নিরাপত্তা বিধানে দেশটির সরকারের চরম ব্যর্থতাই প্রমাণিত হলো। এমন মানবতাবিরোধী ঘটনা জাতিসঙ্ঘ সনদেরও পরিপন্থী। আমি আশা করি ভারত সরকার বাংলাদেশী তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এর সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। এ ঘটনার ব্যাপারে ভারত সরকারের এর কড়া প্রতিবাদ জানানোসহ প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেয়ার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
ঢাকা মহানগরী দক্ষিণ : ইসলাম ছাড়া অন্য কোনো জীবনব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিচালনে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান মানতে হবে এবং পালন করতে হবে। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পরিবারতন্ত্র এসব হচ্ছে মানুষকে ধোঁকা দেয়ার জন্য ইসলামকে বাদ দিয়ে নিজস্ব কোনো মতবাদে চলার সুযোগ নেই। যারা নিজস্ব মতবাদে বিশ্বাসী তারা আল্লাহর বিধান পালন করল না এবং মানল না। জামায়াতে ইসলামীর ৪ দফা কর্মসূচির প্রথমটি হচ্ছে দাওয়াত ও তাবলিগ। দাওয়াতের মাধ্যমে আমরা মানুষের মধ্যে ইসলামের শিক্ষা ও আদর্শ ছড়িয়ে দিতে কাজ করছি।
গতকাল জামায়াতে ইসলামী ধানমন্ডি থানার উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও ধানমন্ডি থানা আমির হাফেজ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও জোন সহকারী পরিচালক শেখ শরীফ উদ্দিন আহমদ, মহানগরী মজলিশে শূরা সদস্য ও জোন টিম সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন তালুকদার।
ঢাকা মহানগরী উত্তর : কুরআন-হাদিসের নিরবচ্ছিন্ন চর্চার মাধ্যমে নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি; আত্মগঠন, আত্মশুদ্ধি এবং দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে দ্বীন বিজয়ী করতে ইউনিট দায়িত্বশীলদের প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে হাতিরঝিল পূর্ব থানা জামায়াত আয়োজিত এক ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। থানা আমির অ্যাডভোকেট জিল্লুর রহমান আযমীর সভাপতিত্বে এবং সেক্রেটারি খন্দকার রুহুল আমিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, হাতিরঝিল জোনের পরিচালক হেমায়েত হোসেন ও সহকারী পরিচালক আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মনিরুল ইসলাম, ড. মাওলানা আনোয়ারুল হক, আজগর হোসাইন, ডা: আবুল হাসেম মুন্সী, আনোয়ার হোসাইন আজিজ ও হাফেজ হাবিবুর রহমান জিয়াদ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা