২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার : আসিফ মাহমুদ

-

স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকার ইতোমধ্যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করেছে। তিনি গতকাল সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বাংলাদেশ কমিউনিটির রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি গত জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে আমিরাতের বাংলাদেশী প্রবাসীদের অংশগ্রহণের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মদান ও প্রবাসীসহ সব ফ্যাসিবাদ বিরোধী শক্তির সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি।
তার বক্তব্যে তিনি আরো বলেন, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই সে সব যোদ্ধাদেরকে যখন পলায়ন করা ফ্যাসিস্টশক্তি ইন্টারনেট বন্ধ করে দিয়ে আন্দোলনকে প্রায় স্তিমিত করে ফেলেছিল, তখন সে সব সাহসী প্রবাসীরা নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুতি নিয়ে বিশ্ব মহলে এ আন্দোলনকে পুনরুজ্জীবিত করে বিরল দৃষ্টান্ত রাখে যার ফলে দেশের প্রজ্জলিত আন্দোলন নতুন করে বিস্ফোরণ ঘটে আর ফ্যাসিবাদ ও তার দোসররা পালিয়ে যেতে বাধ্য হয়।
তিনি দৃঢ়চিত্তে বলেন, গণহত্যাকারী ফ্যাসিবাদী শক্তি ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

তিনি আরো বলেন, আপনাদের এ অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের মহান এ ত্যাগের বিনিময় শুধু কৃতজ্ঞতা প্রকাশ করে ছোট করতে চাই না তার প্রমাণ কাজের মাধ্যমে দিতে চাই।
তিনি বলেন, শত প্রতিবন্ধকতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, এ দেশের স্বার্বভৌমত্ব এবং ডিগনিটির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত ডিগনিটির প্রশ্নে এই অঞ্চলের মানুষ কখনো ছাড় দেয়নি। শত প্রতিবন্ধকতা থাকলেও জনগণের কল্যাণে জাতীয় প্রশ্নে সবসময় ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
দুবাই থাকাকালীন শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টেও তিনি তার এ বক্তব্যের সারাংশ তুলে ধরেন।
পোস্টের শুরুতেই উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমরা অসম্মতিতেও একমত হতে পারি (ডব পধহ ধমৎবব ঃড় ফরংধমৎবব)। রাজনৈতিক সংস্কৃতিতে ফ্যাসিবাদী শক্তি ব্যতীত কারো সাথে কারো শত্রুতা থাকবে না। ক্ষুদ্র ব্যক্তি কিংবা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে স্থান পাবে জাতীয় স্বার্থ।

 


আরো সংবাদ



premium cement
১১৫ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন আফতাবনগরে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই শনিরআখড়ায় প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০ হত্যা মামলায় সালমান এফ রহমান ৩ দিনের রিমান্ডে ট্রাম্পের শুল্ক নীতি চীনের অর্থনীতিকে চাপে ফেলতে পারে ঢাবি ভিসির সাথে ৭ কলেজের অধ্যক্ষদের জরুরি সভা চলছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে চরমোনাই পীরের সাথে বৈঠকে মির্জা ফখরুল খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ আছে, তা আগামী ৬ মাসের মধ্যে সংস্কার করা সম্ভব : মিয়া গোলাম পরওয়ার

সকল