২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

৪ জেলায় প্রাণ গেল ৫ জনের

-

পৃথক সড়ক দুর্ঘটনায় চার জেলায় স্কুলছাত্র, ব্যবসায়ীসহ পাঁচজন নিহত হয়েছেন। রাজবাড়ী প্রতিনিধি জানায়, রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাসেল মণ্ডল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরো দুই কিশোর।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের উদয়পুর এলাকায় গ্রামীণ পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক কিশোর নিহত ও দুই কিশোর আহত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। নিহত রাসেল মণ্ডল উপজেলার মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের বক্কার মণ্ডলের ছেলে। আহতরা হলেন মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের সোবান মণ্ডলের ছেলে ইমরান মণ্ডল (১৭) ও চর হরিণাডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে রনি (১৭)। আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রাসেলের চাচা মো: রুবেল হোসেন জানান, রাসেল নতুন মোটরসাইকেল চালানো শিখেছে। বৃহস্পতিবার রাতে সে তার দুই বন্ধু ইমরান ও রনিকে সাথে নিয়ে হাবাসপুরের দিকে ঘুরতে যাচ্ছিল।

পথে উদয়পুর এলাকায় পৌঁছালে রাসেল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। মোটরসাইকেলের পেছনে বসে থাকা ইমরান ও রনিও ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাসেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ফরিদপুর নেয়ার পথে মারা যায় রাসেল।
নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় রাকিব ইসলাম (১২) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার জোড়াপাখরি এলাকার সাইফুল ইসলামের ছেলে ও ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরের গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের টোলপ্লাজার কাছে বাস চাপায় অজ্ঞাত এক নারী নিহত হন।

অপরদিকে নয়াবাজার আইড়মারী ব্রিজের কাছে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলী (৩০) নামের ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত শাহিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সেনগাতী এলাকার আলতাফ আকন্দের ছেলে।
ঝালকাঠি সংবাদদাতা জানান, বেনাপোল থেকে কুয়াকাটায় পিকনিকে যাওয়ার সময় ঝালকাঠির নলছিটির প্রতাপ এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
শুক্রবার ভোররাতে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের প্রতাপ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান আসাদ (৬৫) যশোর জেলার বেনাপোল এলাকার মৃত রুহুল আমিন সরদারের ছেলে।
আসাদের স্ত্রী রুবিনা বেগম বলেন, আমরা যশোর বেনাপোল থেকে পিকনিকের জন্য কুয়াকাটা যাচ্ছিলাম। পথে যাত্রাবিরতি দিলে ওয়াশরুমে যাওয়ার জন্য সবাই গাড়ি থেকে নেমে যায়। যাত্রাবিরতি শেষে সবাই গাড়িতে উঠলেও আমার স্বামী উঠেনি। খোঁজাখুঁজি করার পর তার লাশ রাস্তার ওপর দেখতে পাই। এলাকাবাসী জানান, ওয়াশরুম থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় হয়তো কোনো যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়।

 

 


আরো সংবাদ



premium cement
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের : অধ্যাপক ইউনূস ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা? সীমান্তে বিএসএফের বিশেষ সতর্কতা জারি পরিস্থিতি থমথমে সবজির বাজার নিয়ন্ত্রণে, ঊর্ধ্বমুখী চাল-মুরগির দাম মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল পশ্চিমতীরে হামলা বাড়ানোর হুমকি ইসরাইলের লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে : ডা: শফিকুর রহমান বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি : আসিফ নজরুল

সকল