২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

ভারতের দিকে ঝুঁকে ক্ষমতায় আসা মানবে না জনগণ : ডা: তাহের

-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা: সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ভারতের দিকে মাথা ঝুঁকিয়ে ক্ষমতায় আসার কারো কোনো প্রচেষ্টাকে মেনে নেবে না বাংলাদেশের জনগণ। যে ভারত বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক কখনো সহ্য করেনি।
তিনি বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত বসবাসযোগ্য যে বাংলাদেশ চেয়েছিল ছাত্ররা। সেই ছাত্রদের সাথে এখন তর্কে জড়াচ্ছেন একটি চক্র।
গতকাল শুক্রবার কুমিল্লার মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি আরো বলেন, নির্বাচনের আগে জরুরি সংস্কার। তবে সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণ মেনে নেবে না। দীর্ঘ ৩৬ বছর পর মনোহরগঞ্জ জামায়াতে ইসলামীর এ কর্মী সম্মেলনকে ঘিরে অনুষ্ঠানস্থলে দলের নেতাকর্মীদের ঢল নামে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চার পাশ। মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব, কেন্দ্রীয় মজলিসে শূরা ও দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা জামায়াতে সেক্রেটারি জামায়াত মনোনীত সংসদ প্রার্থী ড. সরোয়ার উদ্দিন সিদ্দিকী।
বক্তব্যে নেতারা কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারের মুক্তির দাবি জানান।

মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় ঐক্যের ডাক দিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতা সমুন্নত করতে, টেকসই গণতন্ত্র, সুষ্ঠু ও সবার গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি সমৃদ্ধ অর্থনীতি, নৈতিকভাবে উন্নত শিক্ষিত মার্জিত নৈতিকতাপূর্ণ একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন দলমত নির্বিশেষে বাংলাদেশের সব মানুষ এ কয়েকটি বিষয়ে ঐক্যবদ্ধ হই।
তিনি বলেন, আটচল্লিশ সালে আমরা একটি স্বাধীন পতাকা পেয়েছিলাম, সেটি টেকেনি, একাত্তর সালে একটি যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, নতুন পতাকা পেয়েছি। কিন্তু স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারিনি। আবার লড়াই সংগ্রাম আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন করি। কিন্তু আমাদের প্রতিবেশী একটি দেশ বাংলাদেশের স্বাধীনতাকেই স্বীকার করতে চায় না। আর এ দেশের মানুষ ভারতের কাছে বশ্যতা স্বীকার করে না। ভারত নিজেদের সুবিধার্থে স্বাধীনতা যুদ্ধে আমাদের সহযোগিতা করেছিল। বিনিময়ে বিগত ৫৪ বছর আমাদের সম্পদ লুণ্ঠন করেছে, শোষণ করেছে।
আর এ দেশে একটি দল শাসনের নামে শোষণ করেছে, লুণ্ঠন, গুম, খুন করেছে। তাদের নির্বাচন ছিল ১০ হোন্ডা ২০ গুণ্ডা নির্বাচন ঠাণ্ডা। বিগত ১৫ বছর যারা এ দেশ শোষণ করেছে তারা তাদের নিজেদের দেশ ভারতে ফিরে গেছে! যারা শাসনের নামে শোষণ করেছে, লুণ্ঠন, গুম, খুন করেছে, ভারত তাদের আশ্রয় দিয়েছে। ভারতকে এ জন্য জবাবদিহি করতে হবে।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ আনোয়ার হোসেনের বাবা আবু তাহের, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা আবু তাহের মোহাম্মদ মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. সৈয়দ এ কে এম সরোয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা জেলা দক্ষিণ সহ-সেক্রেটারি ডা: আবদুল মুবিন, ঢাকা মহানগর দক্ষিণ বিজনেস ফোরামের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান সোহাগ, লাকসাম পৌরসভা আমির ও জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।
মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফয়েজুর রহমান ও সহ-সেক্রেটারি আবদুল্লাহ আল নোমানের পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি গাজী সাইফুল বারী তুহিন, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমির মুহাম্মদ মহিউদ্দীন, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুর মোহাম্মদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মোহাম্মদপুরে কর্মী শিক্ষাশিবির
দুনিয়ায় শান্তি ও জান্নাহামের আগুন থেকে মুক্তির জন্যই দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে আমাদেরকে ইসলামী আন্দোলন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি গতকাল রাজধানীর মোহাম্মদপুরে একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত বাছাইকৃত কর্মীদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মোহাম্মদপুর অঞ্চলের টিম সদস্য আবদুল ওয়াজেদের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। বিষয়ভিত্তিক আলোচনা ও দারস পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা অধ্যাপক আব্দুস সামাদ ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান। উপস্থিত ছিলেনÑ মহানগরী মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ সিরাজুল হক, ডা: শফিউর রহমান, আব্দুল আউয়াল আজম ও মশিউর রহমান প্রমুখ।

থানা প্রচার-মিডিয়া ও আইটি সম্পাদকদের শিক্ষা কর্মশালা
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া এবং আইটি বিভাগের যৌথ উদ্যোগে শিক্ষা কর্মশালা মহানগরীর কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আতাউর রহমান সরকারের সভাপতিত্বে স্থানীয় আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সাংবাদিক মুহাম্মদ কামারুজ্জামান, মহানগরীর আইটি সেক্রেটারি শাহ আলম তুহিন, এনএনবিডির নির্বাহী সম্পাদক আবুল কালাম আজাদ, আইটি বিশেষজ্ঞ আবির হাসান, কলামিস্ট সৈয়দ মাসুদ মোস্তফা, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দফতর সম্পাদক আবু বকর সিদ্দীক, মহানগরী প্রচার সেলের সদস্য সাখাওয়াত হোসেন প্রমুখ।

হাতিরঝিলে কর্মী সম্মেলন
হাতিরঝিল পশ্চিম থানার বড় মগবাজার দক্ষিণ ওয়ার্ডের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি আব্দুল বাসিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি আল আমিনের পরিচালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল পশ্চিম থানা আমির ইউসুফ আলী মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা নায়েবে আমির নূরুল ইসলাম আকন্দ। উপস্থিত ছিলেনÑ ওয়ার্ড বায়তুল মাল সেক্রেটারি খায়রুল ইসলাম ও জামায়াত নেতা রফিকুল ইসলাম প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের : অধ্যাপক ইউনূস ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা? সীমান্তে বিএসএফের বিশেষ সতর্কতা জারি পরিস্থিতি থমথমে সবজির বাজার নিয়ন্ত্রণে, ঊর্ধ্বমুখী চাল-মুরগির দাম মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল পশ্চিমতীরে হামলা বাড়ানোর হুমকি ইসরাইলের লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে : ডা: শফিকুর রহমান বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি : আসিফ নজরুল

সকল