২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

সানফিশকে খুশি রাখতে

-

জাপানের শিমোনোসেকি শহরের কাইকিয়োকান অ্যাকুয়ারিয়ামে একটি সানফিশকে খুশি রাখতে নেয়া হয়েছে অভিনব উদ্যোগ। অ্যাকুয়ারিয়ামটি ডিসেম্বর ২০২৪ থেকে সংস্কারের জন্য বন্ধ রয়েছে। তবে, এর একমাত্র সানফিশ দর্শনার্থীদের অভাব বোধ করে বিষণ্ণ হয়ে পড়েছিল। স্টাফরা লক্ষ করেন, সানফিশটি তার প্রিয় খাবার জেলিফিশ খাওয়া বন্ধ করে দেয় এবং নিজের শরীর ট্যাঙ্কের গায়ে ঘষতে শুরু করে। প্রথমে তারা ধারণা করেছিলেন, মাছটি হয়তো পরিপাকতন্ত্রের কোনো সমস্যায় ভুগছে বা কোনো পরজীবীতে আক্রান্ত। তবে পরে তারা অন্য কারণ খুঁজতে শুরু করেন। একজন স্টাফের মন্তব্যে বিষয়টি পাল্টে যায়। তিনি বলেন, মাছটি হয়তো দর্শনার্থীদের অনুপস্থিতিতে একাকিত্ব অনুভব করছে। প্রথমে এই যুক্তি অবাস্তব মনে হলেও শেষ চেষ্টা হিসেবে তারা মানুষের কাটআউট লাগিয়ে দেন।
অ্যাকুয়ারিয়ামের ট্যাঙ্কে দর্শনার্থীদের মতো পোশাক পরানো কাটআউট বসানো হয়। এর ফলে সানফিশের আচরণে ইতিবাচক পরিবর্তন আসে।

অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষ এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে জানায়, পরের দিনই সানফিশটি ভালো বোধ করতে শুরু করে। এখন এটি ট্যাঙ্কের সামনে এসে তার ফিন নেড়ে আনন্দ প্রকাশ করছে।
এটি প্রথমবার নয়। এর আগেও জাপানের কোনো কোনো অ্যাকুয়ারিয়ামে মাছের মানসিক স্বাস্থ্যের প্রতি এমন যতœ নেয়া হয়েছে। ২০২০ সালের কোভিড লকডাউনের সময়, টোকিওর সুমিদা অ্যাকুয়ারিয়ামে ৩০০ স্পটেড গার্ডেন ইলকে সক্রিয় রাখতে স্বেচ্ছাসেবকদের ফেসটাইমের মাধ্যমে মাছের সাথে যোগাযোগ করতে বলা হয়েছিল। কাইকিয়োকান অ্যাকুয়ারিয়ামের এই অভিনব উদ্যোগ আবারো প্রমাণ করল, প্রাণীর মানসিক সুস্থতার প্রতি দায়িত্বশীলতার মাধ্যমে নতুন নতুন সমাধান বের করা সম্ভব। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের : অধ্যাপক ইউনূস ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা? সীমান্তে বিএসএফের বিশেষ সতর্কতা জারি পরিস্থিতি থমথমে সবজির বাজার নিয়ন্ত্রণে, ঊর্ধ্বমুখী চাল-মুরগির দাম মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল পশ্চিমতীরে হামলা বাড়ানোর হুমকি ইসরাইলের লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে : ডা: শফিকুর রহমান বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি : আসিফ নজরুল

সকল