বিভিন্ন স্থানে নিহত ৬
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৪ জানুয়ারি ২০২৫, ০১:৩৯
পৃথক সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ৬ জন নিহত হয়েছেন।
সিলেট ব্যুরো জানায়, রাস্তার পাশে ট্রাক থেকে রড নামাচ্ছিলেন তুই শ্রমিক। এর মধ্যে হঠাৎ বেপরোয়া সিএনজি অটোরিকশা উঠে যায় তাদের ওপর। এ ঘটনায় প্রাণ গেল দুই শ্রমিকের। বুধবার মধ্যরাতে নগরীর চৌকিদিঘী এলাকার পেট্রলপাম্পের সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে লায়েছ মিয়া (৩৫) এবং বিশ্বনাথের সেলিম মিয়ার ছেলে মো: জাহাঙ্গীর (২০)। তারা বর্তমানে নগরীর শাহজালাল উপশহর এলাকার সি ব্লকের তেররতন এলাকায় বসবাস করছিলেন।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ পলাশ চন্দ্র দাশ। জানান, রাতে দুর্ঘটনার দু’জন রোগী এসেছিলেন। এর মধ্যে একজন হাসপাতালে আসামাত্র মারা গেছেন আর অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দু’জনের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছাস্থ ক্যাভার্ড ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাসরুর বীন মোর্শেদ (৩৬) নামের এক ব্যক্তি নিহত ও নয়ন হোসেন নামের একজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার গদখালীর মটবাড়িতে। নিহত মাসরুর বীন মোর্শেদ নড়াইল সদরের মহিশাখোলা তুশাররোড় এলাকার সৈয়দ মোর্শেদ তৌহিদের ছেলে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর ব্যক্তি নয়ন হোসেন মারাত্মকভাবে আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, মাসরুর বীন মের্শেদ ও নয়ন হোসেন মোটরসাইকেলে (নড়াইল ল-১১-৫২৮২) বেনাপোল অভিমুখে যাচ্ছিলেন। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা যশোরগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২৪-৫৭২৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোর্শেদ নিহত হন।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় পিকআপচাপায় কামরুল ইসলাম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিডস্টোর-সখীপুর সড়কে উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর বাজারে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত কামরুল বাটাজোর গ্রামের মো: হারুন আল মামুনের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই স্থান দিয়ে সিডস্টোর-সখীপুর সড়ক পার হচ্ছিল ওই শিশু কামরুল ইসলাম। এ সময় সিডস্টোরগামী পিকআপের চাপায় সে গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ওই শিশুকে সখীপুর হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। পিকআপচালক গোলাম রব্বানীকে আটক ও পিকআপটি জব্দ করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
বাসস জানায়, দিনাজপুরের কাহারোল উপজেলার ১৩ মাইল গড়েয়া বাজারে গতকাল বেলা সাড়ে ৩টায় বিআরটিসি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মৃত ব্যক্তি হচ্ছেন জেলার বীরগঞ্জ উপজেলার কমলপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে কাহারোল উপজেলার এ সড়ক দুর্ঘটনা ঘটেছে। মহাসড়কের ১৩ মাইল গড়েয়া বাজারসংলগ্ন ফাহিম ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে নিহত মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেন দিনাজপুরে আসছিলেন। পথের মধ্যে দশ মাইলের দিক থেকে আসা একটি বিআরটিসি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে, দেলোয়ার ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে মারা যান।
দুর্ঘটনার পর বিআরটিসি বাসটি পালিয়ে গেছে। বাসের চালক ও স্টারদের আসামি করে নিহতের পরিবারে পক্ষ থেকে কাহারোল থানায় মোটরযান আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অন্য দিকে মাগুরা সদর উপজেলার কুল্লিয়া বাজারের কাছে গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। মৃত ব্যক্তি মাগুরা সদর উপজেলার কুচিয়া মোড়া ইউনিয়নের কুল্লিয়া গ্রামের অনুজ ঘোষের ছেলে জিৎ ঘোষ (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলার কুল্লিয়া বাজারের কাছে গতকাল দুপুরে লাটা গাড়ি ও মোটরসাইকেলের মধ্যে সামনাসামনি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দু’জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসাধীন অবস্থায় জিৎ ঘোষ (১৯) নামে একজন আরোহী বেলা ২টা ৩০ মিনিটে মারা যান। আহত অপর ব্যক্তি বর্ষণ রায়ের (২২) অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা