২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই : হেফাজত মহাসচিব

-

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। সীমান্তে বারবার ভারত আগ্রাসন চালিয়ে আমাদের দেশকে অবমাননা করছে। যা কোনোভাবেই বরদাশত করা যায় না। সরকারের উচিত, এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। একই সাথে বাজার নিয়ন্ত্রণ করে নিত্যপণ্যের মূল্য হ্রাস এবং সাধারণ মানুষের কষ্ট লাঘবেও মনোযোগী হওয়া উচিত। গরিব অসহায় মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। আল্লাহর বিধান মেনে ওলামায়ে কেরামের পরামর্শে দেশ পরিচালনা করুন। তাহলে দেশে শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি এবং বরকত বৃদ্ধি পাবে।
সাভারের কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাভার দাওরায়ে হাদিসের এক দশক পূর্তি উপলক্ষে ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। কর্ণপাড়া জামিয়াসংলগ্ন বিশাল মাঠে অনুষ্ঠিত মহাসম্মেলনে হিফজুল কুরআন, দাওরায়ে হাদিস ও ইফতা সমাপনকারী ১৫৬ ফারেগিন শিক্ষার্থীকে দস্তারে ফজিলত প্রদান করা হয়।

জামিয়ার মুহতামিম মাওলানা মুহিউদ্দিন রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, জামিয়ার নায়েবে মুহতামিম ও হেফাজতের কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, উত্তরারার জামি’আতুল মানহালের উসতাজুল হাদিস মুফতি আদনান মাসঊদ এবং সাভারের আনন্দপুর মাদরাসার শাইখুল হাদিস মাওলানা সাঈদ আহমাদ লাকসামী।
সম্মেলনে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক। ঢাকা-১৯ এর সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাহ উদ্দীন বাবু, কর্ণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ রহমত উল্লাহ, জামিয়ার সভাপতি আলহাজ আদ্দুস সাত্তার ও মুতাওয়াল্লি আলহাজ নূরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, কাদিয়ানিদের জলসা এই মুসলিম প্রধান দেশে কখনোই বরদাশত করা হবে না। মুসলিম পরিচয়ে তাদের ধোঁকা দেয়ার অপচেষ্টা এখনই বন্ধ করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার তাদের সালানা জলসাকে কেন্দ্র করে আলেম ওলামা ও তৌহিদি জনতার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছিল। এখনো সেসব মামলা প্রত্যাহার করা হয়নি। সরকারের উচিত অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং কাদিয়ানিদের সব অপতৎপরতা বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যদি সরকার এসব বিষয়ে গড়িমসি করে, তাহলে দেশের ইসলামপ্রিয় জনগণ কঠোর অবস্থান নিতে বাধ্য হবেন।


আরো সংবাদ



premium cement