মহাকাশে ‘গুপ্তধনে’র সন্ধান!
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৪ জানুয়ারি ২০২৫, ০০:৪৫
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশে গুপ্তধনের সন্ধান পেয়েছে। যার মধ্যে আছে লোহা, নিকেল এবং সোনা। একটি গ্রহাণুতে রয়েছে এই গুপ্তধন। গ্রহাণুটির নাম ‘এম টাইপ’। সেই গুপ্তধন উদ্ধারে অভিযান পরিচালনা করছে নাসা।
গ্রহাণুটির অবস্থান মঙ্গল এবং বৃহস্পতির মধ্যের অংশে, দূরত্ব প্রায় ২.২ বিলিয়ন মাইল। গত অক্টোবরে নাসা ‘১৬ সাইকে’র উদ্দেশ্যে একটি স্পেস এক্স ফ্যালকন রকেট পাঠিয়েছে। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৯ সালের আগস্ট মাসে লক্ষ্যে পৌঁছাবে রকেট। আর পৌঁছেই রকেটটি গ্রহাণুতে অবতরণ করবে না। পৃথিবী থেকে প্রায় ৩৯১ মিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গ্রহাণুটিকে প্রদক্ষিণ করবে বেশ কয়েকবার।
এই রকেট পাঠানোর উদ্দেশ্য পুরোপুরি বৈজ্ঞানিক বলে দাবি নাসার। সোনা, লোহা, নিকেলের মতো মূল্যবান ধাতব পদার্থ আহরণের প্রচেষ্টার আগে নাসা জানতে চায়, গ্রহাণুটির ভৌগোলিক গঠন, ধাতব ভাণ্ডারের উৎসের কারণ। ধরনে ধারণে অন্যান্য গ্রহাণুর থেকে অনেকটাই আলাদা হওয়ায় এর উৎপত্তি এবং কাঠামো নিয়ে বিস্তারিত গবেষণায় আগ্রহী নাসা।
নাসার বিজ্ঞানীদের ধারণা, গ্রহাণুটির আকৃতি প্রায় ৬৪ হাজার বর্গমাইল। এটি ১৪০ মাইল চওড়া। সাধারণত গ্রহাণু পাথুরে প্রকৃতির বা বরফাবৃত হয়। তবে ‘১৬ সাইকে’ গ্রহাণুকে আপাতত ‘কাল্টিভেট’ করতে চাইছে নাসা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা