সড়কে ঝরল ৮ প্রাণ আহত ২৯ জন
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৩ জানুয়ারি ২০২৫, ০২:০১
নেত্রকোনা, সুনামগঞ্জের জামালগঞ্জ, সিলেটের গোয়াইনঘাট, পিরোজপুরের ভাতাবিয়া, রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ, বরিশাল এবং খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও অপর ২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন মোটরসাইকেল আরোহী, একজন কলেজছাত্র ও একজন শিশু রয়েছেন।
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনায় ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরহীসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার নেত্রকোনা-আটপাড়া সড়কের হরগাতী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী সদর উপজেলার আমতলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৮) ও একই এলাকার রতন অকিরের ছেলে শাহপরান (২৭)।
জানা যায়, সন্ধ্যায় নেত্রকোনা শহর থেকে মোটরসাইকেল আরহী জাকির তার সাথী শাহপারানকে নিয়ে বাড়ির পথে রওনা দিলে হরগাতী এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা একটি লরির ধাক্কায় ছিটকে অপর একটি লেগুনার চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে জাকির হোসেন ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত শাহপরনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
সুনামগঞ্জ প্রতিনিধি জানায়, সুনামগঞ্জের জামালগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন।
গতকাল সকালে জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কের জাল্লাবাজ এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেনÑ উপজেলার ভীমখালী ইউনিয়নের চান্দবাড়ী গ্রামের আতাউর রহমানের ছেলে শাহীনূর রহমান (২০)। গুরুতর আহত তুলাই মিয়া (৫৬) সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, গতকাল সকালে অটোবাইকে করে কয়েকজন নির্মাণশ্রমিক রাস্তার ঢালাইয়ের কাজে যাওয়ার পথে জাল্লাবাজ ভাঙা রাস্তায় অটোবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় পথচারীদের সহযোগিতায় শ্রমিকদের সবাইকে উদ্ধার করলে ঘটনাস্থলে শাহীনূর মারা যান।
সিলেট ব্যুরো জানায়, সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় রিফাত আহমেদ কিবরিয়া (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। গতকাল দুপরে উপজেলার সতি গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রিফাত উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে ও গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী। এ ঘটনায় অপর আরেকজন গুরুতর আহত হয়েছেন। আহত আবু সুফিয়ান একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।
জানা যায়, গতকাল দুপুরে রিফাত ও সুফিয়ান গোয়াইনঘাট সরকারি কলেজে পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে লেঙ্গুরা ইউনিয়নের সতি গ্রামে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতাবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।
বাসস জানায়, জেলার ভাণ্ডারিয়া উপজেলার চরখালি-মঠবাড়িয়া সড়কের ঝাউতলায় নির্মাণাধীন একটি কালভার্টের গর্তে পরে রাকিব জমাদ্দার (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সুব্রত হালদার (২০) নামে আরেক আরোহী আহত হয়েছেন।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইকরি ইউনিয়নের ঝাউতলা বাজারের পাশের কালভার্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব জমাদ্দার জেলার মঠবাড়িয়া উপজেলার ভগিরতপুর ইউনিয়নের ছোটশৌলা গ্রামের কবির জমাদ্দারের ছেলে এবং সুব্রত হালদার ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রবীন্দ্রনাথ হালদারের ছেলে।
জানা যায়, রাত ১১টার দিকে চরখালি থেকে আসা একটি মোটরসাইকেল চরখালি- মঠবাড়িয়া সড়কের ঝাউতলা বাজারের কাছে নির্মাণাধীন একটি কালভার্টের গর্তে পরে যায়। এ সময় ঘটনাস্থলেই রাকিব মারা যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
রংপুর ব্যুরো জানায়, রংপুরে ঘনকুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে চারটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। এ ছাড়াও পিকআপের ধাক্কায় আনোয়ারা বেগম নামের এক বৃদ্ধা নিহত হয়েছে।
জানা যায়, গতকাল ভোরে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার মিঠাপুকুর এলাকার জায়গীর হাট এলাকায় রাস্তার পাশে পড়ে যায় আরবিএস ট্র্যাভেলস, রানী পরিবহন, অপু পরিবহনসহ যাত্রীবাহী চারটি বাস। এ সময় একে একে চারটি বাসের সংঘর্ষ হয়। এতে বাসগুলোর সামনের গ্লাস ভেঙে যায়। এতে অন্তত ২০ যাত্রী আহত হন।
খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
এ দিকে বুধবার দুপুরে পীরগাছা-সুন্দরগঞ্জ সড়কের মাহিগঞ্জ বকসী এলাকায় পিকআপের ধাক্কায় আনোয়ারা বেগম (৬২) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে। নিহত আনোয়ারা রংপুর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের বকসী এলাকার মনছুর আলীর স্ত্রী।
বরিশাল ব্যুরো জানায়, বরিশাল নগরীর ব্রজমোহন (বিএম) কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় জান্নাত নামে ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে বিএম কলেজ সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় হলুদ অটোরিকশা উলটে চাপা পড়ে ওই শিশু নিহত হয়েছে। এই ঘটনার পর চালকের গ্রেফতার দাবিতে চার ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিএম কলেজ শিক্ষার্থীরা। এতে দুই পাশে যানবাহন আটকে জনদুর্ভোগ হয়। এ সময় শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিতে ছয় দফা দাবি উত্থাপন করেন। দাবি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিএম কলেজ শিক্ষার্থী শাহাবুদ্দিন মিয়া।
নিহত জান্নাত পটুয়াখালী সদরের বাসিন্দা মো: নিজামের মেয়ে। তিনি বরিশাল নগরীতে বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
শিক্ষার্থীদের ছয় দফা হলোÑ ২৪ ঘণ্টার মধ্যে জড়িত চালককে গ্রেফতার, ক্যাম্পাসের সামনের ফুটপাথ দখলমুক্ত করা, কলেজ চলাকালীন সময়ে সামনের সড়ক বাদ দিয়ে বিকল্প সড়ক চালু করতে হবে। নতুন বাজার থেকে নথুল্লাবাদ পর্যন্ত সড়কের গতিসীমা নির্ধারণ, নির্দিষ্ট দূরত্ব পরপর স্পিডব্রেকার ও রোড ডিভাইডার দিতে হবে। কলেজের সামনের ফুটপাথে দোকান বসিয়ে চাঁদাবাজি বন্ধ করতে হবে।
খুলনা ব্যুরো জানায়, খুলনায় বালু ভর্তি ডাম্ব ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তারেক রেজওয়ান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে নগরীর রূপসা ব্রিজের পাশের আছিয়া সি ফুডের সামনে এ দুর্ঘটনায় নিহত রেজওয়ান নগরীর টুটপাড়া এলাকার আজাদ শেখের ছেলে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তৌহিদুজ্জামান জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তারেক রেজওয়ান মোটরসাইকেলে রূপসা ব্রিজের নিচ দিয়ে পুঁটিমারির দিকে যাচ্ছিলেন। আছিয়া সি ফুডসের সামনে গেলে সে বালুভর্তি ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা