২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`
পাবনায় গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে চায়

জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার রুকন সম্মেলনে অতিথিরা : নয়া দিগন্ত -

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী কোটি মানুষের মধ্যে বাছাই করে সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে চায়। তিনি বলেছেন, দেশে যখন সৎ নেতৃত্বের অভাব দেখা দিয়েছে- তখন জামায়াত দেশের মানুষের কল্যাণের জন্যে যোগ্য ও দক্ষ নেতৃত্ব প্রস্তুত করে রেখেছে।
গতকাল পাবনার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন দারুল আমান ট্রাস্ট্র পরিচালিত পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত জেলা জামায়াতের বার্ষিক রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খানের পরিচালনায় অনুষ্ঠিত রোকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান।
পাবনা জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য বগুড়া অঞ্চল পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক জেলা আমির অধ্যাপক আব্দুর রহিম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইন, সহকারী সেক্রেটারি আবু সালেহ মুহাম্মদ আব্দুল্লাহ, শ্রমবিষয়ক সেক্রেটারি অধ্যাপক রেজাউল করিম প্রমুখ।
অধ্যাপক গোলাম পরওয়ার আরো বলেন, জামায়াতের আমির ও নেত্রীবৃন্দের দ্বারা মানুষের কল্যাণমূলক ব্যাখ্যা জেনে আন্তর্জাতিক মহল খুশি হচ্ছেন। দুনিয়াতে ইসলাম না থাকার কারণে বিশ্বের বিভিন্ন স্থানে ইসলামের অপপ্রচার চালানো হচ্ছে- যা আপনাদের সঠিক সমাধান করতে হবে।
পতিত সরকারের ব্যাপারে জামায়াত সেক্রেটারি বলেন, ফ্যাসিবাদী সংগঠন দেশে থাকবে কি না সে ব্যাপারে দেশের মানুষ জবাব দেবে। তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে জামায়াত যেকোনো জোটের সাথে ঐক্য করতে প্রস্তুত আছে। ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের আকাক্সক্ষা জামায়াত রাষ্ট্র ক্ষমতায় যাক। দেশের মানুষের মধ্যে একটি গুঞ্জন শুরু হয়েছে, সব দল দেখা শেষ এবার দেখবো জামায়াতে ইসলামী বাংলাদেশ। জাতির এ আকাক্সক্ষা জামায়াত নেতা কর্মীদের পূরণ করতে হবে।

চট্টগ্রামে রুকন সম্মেলনে জামায়াত নেতা নজরুল ইসলাম
চট্টগ্রাম ব্যুরো জানায়, চুনোপুঁটি-হাইব্রিড নেতাদের কেউ কেউ ধরা পড়লেও আওয়ামী ফ্যাসিবাদের মূল ধারার নেতারা ধরাছোঁয়ার বাইরে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগর নায়েবে আমির পরিবেশবিদ নজরুল ইসলাম। গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের বাংলাদেশ ইসলামিক একাডেমি মিলনায়তনে কোতোয়ালি থানা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
থানা আমির আমির হোছাইনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় ওই সম্মেলনে বক্তব্য রাখেন কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবদুজ জাহের ও আহমদ রশীদ আমু, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের, দারসুল কুরআন পেশ করেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ফেরদৌস।
রুকনদের উদ্দেশে তিনি বলেন, রুকনরাই সংগঠনের মূল শক্তি এবং বাইয়াতের কর্মী। তাই তারা যেমন মর্যাদাবান, সর্বোপরি তাদের দায়িত্বও অনেক বেশি। তাই জামায়াতের শপথের কর্মীদের নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলি সৃষ্টিতে আত্মনিয়োগ করতে হবে। ইসলামী আন্দোলনে যোগ্যতার সাথে নেতৃত্ব দিতে নিজেদের যোগ্যতা বৃদ্ধির জন্য কুরআন, সুন্নাহ ও ইসলামী সাহিত্যের যথাযথ অনুশীলন করতে হবে।

 


আরো সংবাদ



premium cement