চোখের ক্লান্তি দূরের কৌশল
- ২৩ জানুয়ারি ২০২৫, ০১:৫৬
অফিসের কাজ বা অন্যান্য কাজে কম্পিউটার বা ল্যাপটপের দিকে তাকিয়ে থাকতে হয় দিনের অনেকটা সময়। এ ছাড়া মোবাইলে স্ক্রল করা তো চলছেই। ফলে দিন শেষে চোখ দুটো কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। এ ছাড়া বৈদ্যুতিক যন্ত্রের নীল আলো রেটিনায় এমন প্রভাব ফেলে, যে চোখ ক্লান্ত হয়ে যায়। তবে কিছু কৌশল মেনে চললে চোখ কম ক্লান্ত হবে। যেমনÑ
১. বারবার পলক ফেলুন : একনাগাড়ে কম্পিউটার বা মোবাইলের দিকে তাকিয়ে থাকলে চোখের আর্দ্রতা নষ্ট হয়। মোবাইল বা ল্যাপটপের নীল আলো চোখের পানি শুকিয়ে যাওয়ার কারণ হতে পারে। তাই একটানা কাজের মাঝে চোখের পলক ফেলুন বার বার। এতে চোখের ক্লান্তি কম হবে।
২. আই বল রোলিং : মাথা সোজা রেখে চোখের মণি ৩৬০ ডিগ্রি ঘোরাতে হবে। একবার ঘড়ির কাঁটার দিকে ও একবার ঘড়ির কাঁটার বিপরীতে। পদ্ধতিটি তিনবার করে করতে হবে সময়ান্তরে। চোখের ব্যায়াম হয় এই পদ্ধতিতে। চোখের শুষ্ক ভাব কেটে যায় অনেকটাই।
৩. সানগ্লাস ব্যবহার : শীতের দিনেও বাইরে যাওয়ার সময় সানগ্লাস পরতে হবে। কারণ সূর্যের অতি বেগুনি রশ্মিও চোখের ক্ষতি করে। এমন সানগ্লাস বেছে নিন যাতে চোখের আশপাশ ও বাইরের দিক ঢাকা থাকে।
৪. ঘরোয়া টোটকা : চোখের ওপর প্রথমে তুলা দিয়ে অলিভ অয়েল লাগিয়ে নিন। ৫ মিনিট রেখে এবার তার ওপরে ঠাণ্ডা টি ব্যাগ বেশ কিছুক্ষণ চেপে ধরে থাকুন। এতে চোখ আরাম পাবে। চোখের ওপরে গোল করে কাটা শশা বা আলু রেখে শুয়ে থাকুন। নিয়মিত করলে চোখ উজ্জ্বল হয়ে উঠবে। চোখের নিচে কালির ছাপও দূর হবে। সেই সাথে পর্যাপ্ত পানি খেতে হবে।
৫. কপাল ও চোখের ব্যায়াম : মাথা সোজা রেখে কপাল কুঁচকে তাকান। কপালের পেশি একবার সঙ্কোচন আর একবার প্রসারণ করুন। বারবার করলে চোখের পেশিরও ব্যায়াম হবে। অনেকক্ষণ কাজ করার পরে এই ব্যায়াম করলে চোখে রক্ত সঞ্চালন ভালো হবে। চোখের ক্লান্তি কাটবে।
৬. সবুজের দিকে তাকান : গবেষণায় দেখা গেছে চোখ ভালো রাখতে প্রতিদিন সবুজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকা জরুরি। একটানা কিছুক্ষণ কাজ করে সবুজের দিকে তাকিয়ে থাকুন কিছুক্ষণ। এটি চোখের ক্লান্তি দূর করবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা