সানফিশকে সঙ্গ দিতে মানুষের কাটআউট
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৩ জানুয়ারি ২০২৫, ০১:৫৬
অ্যাকুয়ারিয়ামে একা থাকা সানফিশকে খুশি রাখতে নেয়া হয়েছে অভিনব উদ্যোগ। সংস্কারের জন্য গত ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে অ্যাকুয়ারিয়ামটি। ফলে দর্শনার্থী না থাকায় বিষণœ হয়ে পড়ে সানফিশটি। জাপানের শিমোনোসেকি শহরের কাইকিয়োকানে এ ঘটনা ঘটেছে।
কর্মীরা খেয়াল করেন, সানফিশটি তার প্রিয় জেলিফিশ খাওয়া বন্ধ করে দিয়েছে এবং নিজের শরীর ট্যাঙ্কের গায়ে ঘষছে। এতে প্রথমে তারা ধারণা করেছিলেন, মাছটি হয়তো পরিপাকতন্ত্রের কোনো সমস্যায় ভুগছে বা কোনো পরজীবীতে আক্রান্ত। তবে পরে তারা অন্য কারণ খুঁজে পান।
এক কর্মীর মন্তব্যে তাদের আগের ধারণা পাল্টে যায়। তিনি বলেন, মাছটি হয়তো দর্শনার্থীদের অনুপস্থিতিতে একাকিত্ব অনুভব করছে। প্রথমে এই যুক্তি অবাস্তব মনে হলেও শেষ চেষ্টা হিসেবে অ্যাকুয়ারিয়ামের ট্যাঙ্কে দর্শনার্থীদের মতো পোশাক পরানো কাটআউট বসানো হয়। এরপর সানফিশের আচরণে ইতিবাচক পরিবর্তন আসে। অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষ এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে জানায়, পরের দিনই সানফিশটি ভালো বোধ করতে শুরু করে। এখন এটি ট্যাঙ্কের সামনে এসে তার ফিন নেড়ে আনন্দ প্রকাশ করছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা