২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`
বরিশালে ডা: শফিক

আওয়ামী লীগ একটি খুনের সিন্ডিকেট চক্র

বরিশাল সদর ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন ডা: শফিকুর রহমান (ইনসেটে) : নয়া দিগন্ত -

আগে জুলাই-আগস্টে গণহত্যার বিচার হোক, তার পর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার প্রশ্ন এ মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি খুনের সিন্ডিকেট চক্র।
গতকাল বিকেলে বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাঁহ ময়দানে বরিশাল মহানগর ও জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াতে ইসলামী উল্লেখ করে ডা: শফিক বলেন, আমাদের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে। প্রকাশ্যে গণহত্যা চালিয়েছে। আমরা চাই গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার হোক, তাদের দলের বিচার হোক। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বিভেদ তৈরি করে দেশটাকে টুকরো টুকরো করা হয়েছে। যুদ্ধ ক্ষেত্রে অনেকেই জীবন দেয়। কিন্তু এভাবে বুক পেতে জীবন দেয়া আবু সাঈদের ঘটনা বিরল। আবু সাইদ মুক্তির মহানায়ক। জুলাই-আগস্টে শহীদরা যে জন্য জীবন দিয়েছেন সেই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে। হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে বেঁচে আছেন, তারা এখন জিন্দা শহীদ।
তিনি বলেন, ভোলার গ্যাস সারা দেশে যাক তবে সবার আগে বরিশালে আসুক। আর একটি সেতু বরিশাল থেকে ভোলা যাক। ভোলাসহ পুরো বরিশাল বিভাগকে উন্নত দেখতে চাই। আমাদের যদি আল্লাহ সুযোগ দেন তাহলে বরিশালবাসীর সব দাবি পূরণের চেষ্টা করবো। আর যদি বিরোধী আসনেও থাকি তবে আপনাদের দাবিগুলো তুলে ধরবো।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার ইসলাম নির্মূল করতে সাবেক আমির মতিউর রহমান নিজামীসহ জামায়াতের নেতাদের ফাঁসি দেয়, তার পরও জামায়াত নেতারা পালিয়ে যাননি। তিনি বলেন, ফ্যাসিবাদের চক্রান্ত এখনও চলছে। কিন্তু আর কোনো ফ্যাসিবাদকে এ দেশে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। প্রশাসন ও সরকারি দফতরসমূহে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভোটার তালিকা সঠিকভাবে তৈরি করতে হবে।
মাওলানা আবদুল হালিম বলেন, বিভেদ নয় ঐক্য ধরে রাখতে হবে, ফ্যাসিসটদের বিরুদ্ধে জনমতের মাধ্যমে কবর রচনা করতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হতে হবে। একটি দল ছাড়া এ বিষয়ে দেশের সব দল একমত হয়েছে।
অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ফ্যাসিসটরা পালিয়ে গেছে, নতুন বাংলাদেশ গড়তে ডা: শফিকুর রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে হবে। সেই বাংলাদেশ গড়তে জানমাল দিয়ে পাশে থাকার আহ্বান জানান তিনি।
সব বিভেদ ভুলে ঐক্যের রাজনীতি শুরু করার আহ্বান জানান ঢাকা মহানগর নায়েবে আমির মনজুরুল ইসলাম ভূঁইয়া।
ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বরিশাল থেকে নতুন করে ইসলামী আন্দোলনের গণজাগরণ শুরু হয়ে তা দেশের ৫৬ হাজার বর্গমাইল ছড়িয়ে যাবে। নতুন এই বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের কর্মীদের উর্বর বাংলাদেশ। তিনি বলেন, যারা ত্যাগের রাজনীতি করে তাদের দেশ ত্যাগ করতে হয় না। আর যারা ভোগের রাজনীতি করে, তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়।
কর্মী সম্মেলনের সভাপতি বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, ঈদগাঁহ মাঠে যাতে সম্মেলন হতে না পারে- তার ষড়যন্ত্র করা হয়েছিল। সব বাধা উপেক্ষা করে অনুষ্ঠান সফল করতে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানাই। তিনি বিগত সময়ে বাতিল হওয়া সব প্রকল্প চালু করার দাবি জানান।
স্বাগত বক্তব্যে দলের কেন্দ্রীয় শূরা সদস্য ও বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, পালিয়ে যাওয়া সরকার মনে করেছিল হত্যা করে, জেলে দিয়ে, খুন করে, ফাঁসি দিয়ে আর আয়না ঘর দিয়ে ইসলামী আন্দোলন দমন করা যাবে। এত কিছু করেও তা সম্ভব হয়নি। তারা ভুলে গিয়েছিল এই জমিন, এই দেশ আল্লাহর। তিনি বলেন, যারা ১৭ বছর অত্যাচার নির্যাতন করেছে তারা পালিয়ে গেছে। এ দেশের মানুষ নিশ্চয়তা চায়, যাতে দেশে আর কোনো ফ্যাসিবাদ ক্ষমতায় না আসে।
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাবা জাকির হোসেন বলেন, আমাদের সন্তানরা যে ইচ্ছা নিয়ে শহীদ হয়েছে সেই ইচ্ছা পূরণ করতে হবে। তাদের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
সনাতনী ধর্মের মানুষের পক্ষে বক্তব্য দেন অসীম কুমার হালদার। তিনি বলেন, এ দেশের হিন্দু সম্প্রদায় বেশি কিছু চায় না, তারা চায় শুধু শান্তি। ৫ আগস্টের পর আমার এলাকায় হিন্দুদের ওপর কোনো হামলা হয়নি। আমাদের খোঁজ রেখেছেন স্থানীয় জামায়াত নেতারা। এ ছাড়া তেমন কাউকে আমরা পাশে পাইনি। আমরা শান্তি চাই, আমরা কারো কাছে মাথা বিক্রি করবো না।
কর্মী সম্মেলনে আরো বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান মাদানী, ঢাকা আমির মাওলানা দেলোয়ার, বরগুনা আমির মাওলানা মহিববুল্লাহ হারুন, পটুয়াখালী আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, ভোলা আমির মাস্টার জাকির হোসাইন, ঝালকাঠি আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, পিরোজপুর আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ, বরিশাল মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি কামরুল আহসান হাসান, শেখ নেয়ামুল করিম, সগির বিন সাঈদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পরিচালক কবির আহমেদ, শিবিরের মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম, জেলা সভাপতি আকবর হোসেন, বরিশাল বিশ^বিদ্যালয় শাখা সভাপতি আমিনুল ইসলাম, বরিশাল মহানগর শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, তরিকুল ইসলাম তারেক, হাসান আতিক প্রমুখ।
এর আগে সকালে জামায়াতের আমির ডা: শফিকুর রহমান বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মী ও রুকনদের উদ্দেশে বক্তব্য রাখেন। সকাল ১০টায় তিনি বরিশালের অদূরে চরমোনাই ইউনিয়নে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।


আরো সংবাদ



premium cement
স্ত্রীসহ সাবেক মন্ত্রী তাজুল ইসলামের নামে দুদকের মামলা বরিশালে স্কুলছাত্রের লাশ উদ্ধার সাবেক এমপি নদভী চার দিনের রিমান্ডে পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানে বোমা হামলার হুমকি আসে : ডিএমপি বরিশালে বিএম কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত বিএনপি দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, শ্যামনগরে ১৪৪ ধারা জারি কোরআন পোড়ানোর প্রতিবাদে রাবি শাখা শিবিরের উদ্যোগে কোরআন বিতরণ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় করা পেছাল আইএমএফ আখাউড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩ সাংবাদিক ফারজানা রুপা-শাকিলের জামিন স্থগিত

সকল