২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`
বৃহত্তর উত্তরা সর্বোচ্চ ওলামা আইম্মা পরিষদ গঠন

আলেমদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা প্রতিহত করা হবে

রাজধানীর উত্তরায় ওলামা আইম্মা পরিষদের মতবিনিময় সভায় নেতারা : নয়া দিগন্ত -

আগামী দিনে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর বৃহৎ স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা পালন এবং আলেমদের মধ্যে ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা প্রতিহত করার প্রত্যয় নিয়ে রাজধানী ঢাকার বৃহত্তর উত্তরা অঞ্চলের আলেমরা ‘বৃহত্তর উত্তরা সর্বোচ্চ ওলামা আইম্মা পরিষদ’ নামে নতুন এক কমিটির গঠন করেছেন।
গতকাল উত্তরা ৬ নং সেক্টর কমিউনিটি সেন্টারে বৃহত্তর উত্তরার শীর্ষ মুরুব্বি মাওলানা নাজমুল হাসান কাসেমীর সভাপতিত্বে বৃহত্তর উত্তরা অঞ্চলের ওলামায়ে কেরামের এক বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে এই কমিটি গঠন সম্পন্ন হয়।
মাওলানা আব্দুস সাত্তার ও মুফতি গিয়াসউদ্দিন আল মাদানির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে মাওলানা নাজমুল হাসান কাসেমীকে সভাপতি, মুফতি কিফায়াতুল্লাহ আযহারীকে নির্বাহী সভাপতি মনোনীত করা হয়। এছাড়া মুফতি মহিউদ্দিন মাসুমকে সিনিয়র সহসভাপতি, মাওলানা আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক, মুফতি গিয়াসউদ্দিন আল মাদানিকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মাওলানা জাকির কাসেমীকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট ‘বৃহত্তর উত্তরা সর্বোচ্চ ওলামা আইম্মা পরিষদ’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভাপতির বক্তব্য মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, বৃহত্তর উত্তরার ওলামায়ে কেরাম দেশ-জাতি ও মুসলিম উম্মাহর যেকোনো প্রতিকূলতায় ও কল্যাণে সবসময় ঐক্যবদ্ধভাবে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। বৈঠকে এটাকে সাংগঠনিক ভিত্তি দেয়া হয়েছে। উত্তরা অঞ্চলের ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ থাকার ফলে হিজবুত তাওহিদ, কাদিয়ানি ও সাদিয়ানীদের বিরুদ্ধে ১ ঘণ্টার নোটিশে আমরা রাজপথে অবস্থান নিয়ে তাদের প্রতিহত করেছি। হেফাজতের ব্যানারে নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে আমরা চরম আত্মত্যাগ ও শ্রম দিয়েছি। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ফ্যাসিবাদী হাসিনা সরকারের নিষ্ঠুর গণহত্যা ও নিপীড়নের পরও আমরা কোথাও পালিয়ে যাইনি। যেকোনো অন্যায়, জুলুম এবং ভ্রষ্টাচারের বিরুদ্ধে রাজপথে আমাদের সরব অংশগ্রহণ ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে, ইনশাআল্লাহ।
তিনি সতর্ক করে বলেন, কমিটি বাণিজ্য করে কেউ কেউ উত্তরার ওলামায়ে কেরামের ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চালাচ্ছে। ভাড়াটিয়া দিয়ে উত্তরার আলেমদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা হলে ষড়যন্ত্রকারীদের কঠোরভাবে প্রতিহত করা হবে।


আরো সংবাদ



premium cement
কুমিল্লায় নাশকতার মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজমের পিতার ইন্তেকাল মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও কালচার শেখানোর নামে জুনিয়রদের অমানুষিক নির্যাতন : অভিযুক্তদের শোকজ পরিবেশ উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের চার্জ ডি’অ্যাফেয়ার্সের বৈঠক শিবগঞ্জে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ে বৈঠক হরিপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন ১৫ বছরের উন্নয়ন হচ্ছে দুর্নীতিকে বৈধতা দেয়ার জন্য : নূরুল ইসলাম বুলবুল যশোরে আ’লীগ নেতার ৪ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদেশ সুনামগঞ্জে অটোরিকশা খাদে পড়ে নিহত ১

সকল