২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সাক্ষাৎ করেন : পিআইডি -

মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই-আগস্ট অভ্যুত্থানের আশা-আকাক্সক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।
গতকাল রোববার দুপুরে বঙ্গভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপ্রধান সাংবাদিকদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করারও অনুরোধ করেন।
গুজব, অপপ্রচার, অপতথ্য ও বিকৃত তথ্য প্রচার প্রতিরোধে এবং এ বিষয়ে জনগণকে সচেতন করতে গণমাধ্যমের কার্যকর ভূমিকার ওপর জোর দেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

মহান মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের গৌরবময় অবদান তুলে ধরে তিনি বলেন, সমাজে সুবিচার, ন্যায় ও সাম্য প্রতিষ্ঠায় এবং মানুষের মানবিক মর্যাদা সমুন্নত রাখতে সাংবাদিক সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
তিনি সরকারের গঠনমূলক সমালোচনা করে ভুল-ত্রুটি ধরিয়ে দেয়ার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সাংবাদিক নেতৃবৃন্দকে আহ্বান জানান।
নবনির্বাচিত কমিটির সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ডিআরইউয়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
এ সময় তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যক্রম তুলে ধরেন এবং সাংবাদিকদের কল্যাণে গৃহীত নানা কর্মসূচি বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেসসচিব মো: সরওয়ার আলম উপস্থিত ছিলেন ।

 


আরো সংবাদ



premium cement