২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

তিস্তা প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে চীন : রাষ্ট্রদূত

-


ঢাকায় নিযুক্ত চীথনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা প্রকল্প নিথয়ে কাজ করে যাচ্ছে চীন। এটার সমাধান হবে বলে আমি মনে করি।
গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত।
চীনা রাষ্ট্রদূত বলেন, চীনের সাথে বাংলাদেশের আগের মতো সম্পর্ক থাকবে। ভবিষ্যতেও দুই দেথশের সম্পর্কে কোনো চিড় ধরবে না, বরং এ সম্পর্ক আরো গভীর হবে।
রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর গুরুত্বপূর্ণ। চীন সবসময় বাংলাদেশের বন্ধু হিসেবে ছিল এবং ভবিষ্যতে থাকবে। চীনের সাথে বাংলাদেশের আগের মতো সম্পর্ক থাকবে। ভবিষ্যতে এ সম্পর্ক আরো গভীর হবে। তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বথলেন, বাংলাদেশ পক্ষ থেকে যেসব চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে সেগুলোর ব্যত্যয় ঘটবে না। তিস্তা প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে চীন। এটার সমাধান হবে বলে আমি মনে করি। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহতদের সহযোগিতার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ চাইলে চিকিৎসা সরঞ্জাম দিতে রাজি চীন। বাংলাদেশের মানুষকে সার্বিক সহযোগিতায় করতে চায় চীন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ চীনে বাংলাদেশী পণ্যের ১০০টি শুল্কমুক্ত কোটামুক্ত বাজারে প্রবেশের প্রশংসা করেন।
তিনি আশা প্রকাশ করেন, এই বাজার সুবিধা ২০২৯ সাল পর্যন্ত অব্যাহত থাকবে।
জবাবে রাষ্ট্রদূত বলেন, আমের পাশাপাশি এ বছর বাংলাদেশী পেয়ারা ও কাঁঠালও চীনের বাজারে প্রবেশ করবে।
এ প্রসঙ্গে উপদেষ্টা বাংলাদেশে ফল মজুত ও সংরক্ষণ ক্ষমতার উন্নয়নে চীনা উচ্চ প্রযুক্তির শক্তি সাশ্রয়ী সহায়তা চান। উপদেষ্টা বিভিন্ন বিভাগে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বও তুলে ধরেন।
উপদেষ্টা বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বাড়ানোর উদ্যোগের আওতায় যাত্রীদের জন্য আরো রেলওয়ে কোচ যুক্ত করার জন্য চীনের সহায়তা কামনা করেন।
স্বাস্থ্য খাতে সহযোগিতার গুরুত্বের কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ রেলওয়ে খাতে স্থাপনার জন্য জমি ও অন্যান্য সরবরাহ দিতে প্রস্তুত রয়েছে। বাংলাদেশী নাগরিকরা কুনমিংয়ে গিয়ে উন্নত চিকিৎসা যেন নিতে পারে, সে বিষয়ে সহায়তা চান তিনি।
চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থে চীন সবকিছুই করবে।

রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টাকে আরো জানান, আসন্ন সফরের সময় চীনা পক্ষ বাংলাদেশের সাথে জলবিদ্যুৎ সংক্রান্ত তথ্য বিনিময়ের বাস্তবায়ন পরিকল্পনা স্বাক্ষর করতে প্রস্তুত, যা বাংলাদেশের পক্ষ থেকে আগেই পাঠানো হয়েছিল।
পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের উন্নয়ন উদ্যোগের সাথে জড়িত থাকার জন্য চীনকে ধন্যবাদ জানান।
তিনি আরো আশা প্রকাশ করেন, আহত শিক্ষার্থীরা দ্রুত চীনে তাদের চিকিৎসা পাবেন।
উল্লেখ্য, পররাষ্ট্র উপদেষ্টা আজ সোমবার চীন সফর যাচ্ছেন। এই সফর সামনে রেখে চীনা রাষ্ট্রদূত বৈঠক করেন।

 


আরো সংবাদ



premium cement