২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত : আহত ৫

-


গাজীপুর, নারায়ণগঞ্জের বন্দর, খুলনা, নরসিংদী, ফরিদপুরের বোয়ালমারী এবং ঝালকাঠির রাজাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে উল্টোপথে আসা কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী সাংবাদিকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চালকসহ কাভার্ডভ্যানটি আটক করেছে। গতকাল বিকেলে জেলার সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবাহিনীর ঘাঁটির মূল ফটকের সামনে ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেনÑ গাজীপুরের শ্রীপুর উপজেলার বাউনি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মিজানুল কবির মাসুদ (৪০) এবং একই উপজেলার আইউব আলীর ছেলে সম্রাট (৩৫)। তাদের মধ্যে মিজানুল কবির মাসুদ দৈনিক একুশের বাণী পত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। আটক কাভার্ডভ্যান চালক সবুজের (২৫) বাড়ি ভোলা জেলায়। গাজীপুরের সালনা হাইওয়ে থানার ওসি সালেহ আহমদ ও স্থানীয়রা জানান, বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পথে একটি মোটরসাইকেলে চড়ে সাংবাদিকসহ দুইজন সদর উপজেলার হোতাপাড়া হতে চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। এ সময় উল্টোপথে বেপরোয়া গতিতে এসে একটি কাভার্ডভ্যান বিমানবাহিনীর ঘাঁটির মূল ফটকের সামনে ইউটার্ন নেয়ার সময় ওই মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে আরোহী দুইজন সড়কে ছিটকে পড়েন এবং একই কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার সময় মোটরসাইকেল আরোহীরা হাত তুলে কার্ভাডভ্যানটি থামাতে সিগন্যাল দিলেও চালক না থামিয়ে চালাতে থাকে।

বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকচাপায় ব্যাটারি চালিত এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো তিন যাত্রী। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকাবাসী মদনপুর-মদনগঞ্জ সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে। উত্তেজিত জনতা এ সময় ১৫-২০টি গাড়ি ভাঙচুর করে। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে বন্দর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালকের নাম মো: আসাদ (৫০)। তিনি বন্দর উপজেলার পুরাতন বন্দর চৌধুরী এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, গত রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পুরাতন বন্দর এলাকা থেকে তিন যাত্রী নিয়ে সেন্ট্রাল খেয়াঘাটে যাচ্ছিলেন অটোরিকশা চালক আসাদ। মদনগঞ্জ-মদনপুর সড়ক অতিক্রম করার সময় বেপরোয়া একটি ট্রাক তার অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আসাদের মৃত্যু হয়। আহত একজনের নাম আবুল হোসেন ( ৭০)।
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মাইক্রোবাস ও সিএনজির সংঘর্ষে সিএনজিচালক বাছেদ মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজির তিন যাত্রী। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঘোড়াশাল-টঙ্গী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাছেদ মিয়া ঘোড়াশাল পৌর এলাকার খালিশার টেক মহল্লায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে ঘোড়াশালের উদ্দেশে ফিরছিলেন বাছেদ মিয়া। ওই সময় ঘোড়াশাল-টঙ্গী বাইপাস সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি মাইক্রোবাস সিএনজিকে পাশ কাটাতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খুলনা ব্যুরো ও ডুমুরিয়া সংবাদদাতা জানান, খুলনায় গতকাল সড়ক দুর্ঘটনায় মফিজুল ইসলাম (২৬) নামে এক ভ্যানযাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল ডুমুরিয়া উপজেলার চুকনগরের বটতলা এলাকায় সংঘটিত এ দুর্ঘটনায় নিহত মফিজুল সাতক্ষীরা জেলার মধুমোল্লারডাঙ্গী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। জানা যায়, গতকাল সকাল সোয়া ১০টার দিকে একটি ভ্যান কাঁঠালতলা থেকে চারজন যাত্রী নিয়ে চুকনগর বাজারে যাচ্ছিল। চুকনগরের বটতলা এলাকায় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো-জ-১১-০০৭৭) নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মফিজুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন।
বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা জানান, বোয়ালমারী উপজেলাধীন কলিমাঝিতে ট্রাকের ধাক্কায় মানোয়ার মোল্যা (৩০) নামে এক ইজিবাইকের যাত্রী নিহতের ঘটনা ঘটেছে।

গতকাল সকাল সাড়ে ৯টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি ঈদগাঁহের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মানোয়ার মোল্যা একই উপজেলার কাটাগড় গ্রামের আফসার মোল্লার ছেলে। নিহত ব্যক্তির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি খুলনায় জাহাজে চাকরি করতেন।
জানা যায়, বোয়ালমারী উপজেলার কাটাগড় গ্রামের জাহাজ কর্মী মানোয়ার মোল্যা (৩০) ও আহাদ মোল্লা (৩২) ইজিবাইকে খুলনায় যাওয়ার উদ্দেশ্যে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক হয়ে ভাটিয়াপাড়া যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক সম্মুখ দিক থেকে ইজিবাইকটি কে সজোরে ধাকা দিয়ে দ্রুত সটকে পড়ে। এতে ইজিবাইকটি যাত্রীসহ ছিটকে খাদে পড়ে যায়। এতে তারা হতাহত হয়।
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা জানান, ঝালকাঠির রাজাপুরের পিংড়ি এলাকায় মিনি ট্রাক (পিকআপ) চাপায় মোটরসাইকেল চালক সোলায়মান ফকির (২২) নিহত। গত শনিবার সন্ধ্যায় রাজাপুর-ঝালকাঠি মহাসড়কের পিংড়ি ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী সুজন (২৬) আহত হয়েছেন। নিহত সোলায়মান কবির ঝালকাঠির সদর উপজেলার কেওড়া ইউনিয়নের সারেঙ্গল গ্রামের পাক মোহর এলাকায় মৃত আবুল ফকিরের ছেলে এবং ঝালকাঠি কৃষি ব্যাংকের পিয়ন। আহত সুজনকে বরিশাল শেরেবাংলায় ভর্তি করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement