২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

মেডিক্যালে ভর্তির ফল প্রকাশ

প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবাই ঢাকার বাইরের
-


মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। গতকাল রোববার বিকেলে এই ফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে দেখা গেছে মেধা তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সবাই ঢাকার বাইরের শিক্ষার্থী। চলতি বছরে মেডিক্যালে ভর্তির জন্য পরীক্ষায় অংশগ্রহণকারী এক লাখ ৩১ হাজার ৭২৯ জন শিক্ষার্থীর মোট ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হয়েছেন।

সূত্র মতে দেশের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। ভর্তি পরীক্ষার পাস ছিল নম্বর ৪০। অংশগ্রহণকারী ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ২২ হাজার ১৫৯ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬ দশমিক ৮৭ শতাংশ। উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থী ৩৭ হাজার ৯৩৬ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩ দশমিক ১৩ শতাংশ।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে এবারের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫ পেয়ে প্রথম হয়েছেন খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুশোভন বাছাড়। দ্বিতীয় হয়েছেন মো: সানজিদ অপূর্ব বিন সিরাজ। তার টেস্ট স্কোর ৯০ দশমিক ৫ এবং মেরিট স্কোর ১৯০ দশমিক ৫। এই শিক্ষার্থী চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। আবার দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলে মেধাতালিকায় তৃতীয় হয়েছেন শেখ তাসনিম ফেরদাউস। তিনি যশোরের শেখ আব্দুল ওহাব মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
সূত্র আরো জানায়, গত ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ভর্তি পরীক্ষায় অনলাইনে মোট ১ লাখ ৩৫ হাজার ৬৬৫টি আবেদন জমা পড়ে। তার মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন। এসব পরীক্ষার্থীর মধ্যে এ বছর ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিক্যাল কলেজের ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসাশিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন বলেন, দুপুরে ফলাফল প্রকাশ সংক্রান্ত সভায় রোববার ফল প্রকাশের সিদ্ধান্ত হয়। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে ফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারছেন। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটেও ফলবিষয়ক তথ্য প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মুঠোফোনে ক্ষুদে বার্তায় ফল জানিয়ে দেয়া হয়েছে। আবেদনের সময় দেয়া মোবাইল নম্বরে ফল পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ১৯টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে এ পরীক্ষা হয়। জানা গেছে এ বছর আবেদন জমা পড়েছে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। কোটাসহ মেডিক্যালে মোট আসন ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এ বছর একটি আসনের বিপরীতে ২৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

 


আরো সংবাদ



premium cement