ট্রাম্পের শপথ আজ প্রতিবাদে ওয়াশিংটনে বিক্ষোভ
- নয়া দিগন্ত ডেস্ক
- ২০ জানুয়ারি ২০২৫, ০২:২৮
ওয়াশিংটন পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার সেখানেই তার শপথের অনুষ্ঠান হবে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের শপথ শেষে আজই রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করার পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। এদিকে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের অভিষেকের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ওয়াশিংটনে। গত শনিবার সন্ধ্যায় তিনি ফ্লোরিডার পাম বিচ থেকে রওনা হয়ে ওয়াশিংটনের উপকণ্ঠ ভার্জিনিয়ার একটি বিমানবন্দরে নামেন। তাকে আনতে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বিমান বাহিনীর একটি বিমান পাঠান; তাতে চেপে ট্রাম্পের সাথে তার স্ত্রী মেলানিয়া, মেয়ে ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেড কুশনারও ওয়াশিংটনে এসেছেন। রয়টার্স, ওয়াল স্ট্রিট জার্নাল ও বিবিসি।
বিমানবন্দর থেকে ট্রাম্প যান তার ভার্জিনিয়ার স্টার্লিং গলফ ক্লাবে। সেখানে কিংবদন্তি শিল্পী এলভিস প্রিসলির অনুকরণকারী লিও ডেজ গানে গানে ট্রাম্প ও পরবর্তী ফার্স্ট লেডিকে স্বাগত জানান। ৭৮ বছর বয়সী ট্রাম্প শপথের আগে গতকাল রোববার ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিনায় সমর্থকদের সাথে একটি সমাবেশে যুক্ত হন, সোমবার অভিষেক-পরবর্তী অনুষ্ঠানেও সমর্থকদের সাথে এখানে দেখা হবে তার।
আজ ট্রাম্পের শপথ নেয়ার দিন ওয়াশিংটন ডিসিতে ভয়াবহ ঠাণ্ডা পড়তে পারে; আবহাওয়ার এমন পূর্ভাবাস থাকায় এরই মধ্যে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান কংগ্রেসের ভেতরে দেয়ালঘেরা হলঘরে নিয়ে যাওয়া হয়েছে। এদিন স্থানীয় সময় দুপুর ১২টায় তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন, এরপর সেখানেই প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণ দেবেন। তার এ ভাষণের প্রতিপাদ্য হবে ‘ঐক্য ও শক্তি’। এনবিসি নিউজকে তিনি জানিয়েছেন, ভাষণে ‘ন্যায্যতা’ শব্দটির ওপরও জোর দেয়া হবে। সমর্থকরা অভিষেক অনুষ্ঠান দেখতে পারবেন ক্যাপিটাল ওয়ান এরেনার ভেতর বড় পর্দায়, জানিয়েছেন ট্রাম্প। এ ক্যাপিটাল ওয়ান এরেনা হচ্ছে প্রফেশনাল বাস্কেটবল ও হকি ভেন্যু, যার ধারণক্ষমতা মাত্র ২০ হাজার। অভিষেকের পর পেনসিলভানিয়া অ্যাভিনিউ থেকে হোয়াইট হাউজ পর্যন্ত মার্চিং ব্যান্ড ও অন্যান্য দলকে নিয়ে শোভাযাত্রা হওয়ার কথা, তাও এ স্পোর্টস ভেন্যুতে সরিয়ে নেয়া হয়েছে।
চীন সফর করতে চান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম সফরেই চীন যেতে চান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। ওই কর্মকর্তার বরাতে খবরে বলা হয়, ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যে চীন ভ্রমণের আগ্রহ প্রকাশ করেছেন। চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এ শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছে চীনের সংবাদ সংস্থাগুলো।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাদের প্রতিনিধিদের মাধ্যমে ব্যক্তিগতভাবে সাক্ষাতের বিষয়ে আলোচনা করেছেন। যার মধ্যে চীনের প্রেসিডেন্টকে ট্রাম্পের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানোর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে ওয়াশিংটনস্থ চীনা দূতাবাস এ আমন্ত্রণের বিষয়ে কোনো জবাব দেয়নি।
ওয়াশিংটনে বিক্ষোভ
ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের প্রতিবাদ জানাতে স্থানীয় সময় গত শনিবার দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভে নারী অধিকার, জাতিগত ন্যায়বিচারসহ নানা বিষয়ে সোচ্চার গোষ্ঠীর কর্মীরা ছিলেন। প্রতিবাদকারীদের আশঙ্কা, রিপাবলিকান পার্টির এ নবনির্বাচিত প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে তাদের সাংবিধানিক অধিকার ক্ষুণœ হতে পারে। বিক্ষোভকারীদের অনেকে গোলাপি টুপি পরেছিলেন।
২০১৭ সালে প্রথম মেয়াদে ট্রাম্পের ক্ষমতা গ্রহণকালে এই রঙের টুপি পরে বিপুলসংখ্যক মানুষ বিক্ষোভ করেছিলেন। ট্রাম্পবিরোধীরা ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবন এলাকায় প্রতিবাদের পাশাপাশি আজ সোমবারের অভিষেক অনুষ্ঠানকে ঘিরে দেশজুড়ে তিন শতাধিক মিছিলের পরিকল্পনা করেছেন। নাগরিক অধিকার, পরিবেশ অধিকার ও প্রজনন অধিকার গোষ্ঠীগুলো এসব মিছিলের নেতৃত্ব দিচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা