২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

বেদুইনের সেরা বন্ধু ‘সালুকি’

-

মধ্যপ্রাচ্যের মরুভূমিতে বেদুইনদের বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিত সালুকি। সালুকি, এক ধরনের কুকুর। এটি হলো কুকুরের সেই বিস্ময়কর প্রজাতি, যারা প্রধানত তীব্র ঘ্রাণশক্তির পরিবর্তে দৃষ্টিশক্তির মাধ্যমে শিকার করে। আরবের যাযাবররা পাঁচ হাজার বছর ধরে পোষা প্রাণী দেখভাল ও শিকারের কাজে সালুকি ব্যবহার করছে। এটি কুকুরের প্রাচীন ও বিশুদ্ধতম প্রজাতি হিসেবে স্বীকৃত।
এরাই ‘মরুভূমির সালুকি’ বা ‘সিনাই সালুকি’ বা ‘হিজাজি সালুকি’ নামে পরিচিত। এটি সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলেই বিদ্যমান। তবে উৎপত্তিস্থল আরব উপদ্বীপের পশ্চিমে। ইসরাইলে এই প্রাণীটি ‘নেগেভ সালুকি’ নামে পরিচিত। মরু সালুকি অধিকতর আদিম চেহারার। প্রশস্ত মাথার খুলি, খাটো মুখ, কম্প্যাক্ট শরীর, প্রশস্ত বুক এদের বৈশিষ্ট্য। তবে এদের লেজ ছোট।
ক্রসব্রিডিংয়ের কারণে সালুকির অস্তিত্ব এখন হুমকিতে। তাই সৌদি আরবের ইন্টারন্যাশনাল আছিল আরাবিয়ান সালুকি সেন্টার (আইএএএসসি) এটির টিকে থাকা নিশ্চিত করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে। আইএএএসসির সভাপতি বলেন, ‘আরব সংস্কৃতির সাথে সালুকি গভীরভাবে যুক্ত। আরবের বাজপাখি, আরবি ঘোড়া আর উটের মতো সালুকিও আমাদের জাতীয় ঐতিহ্যের প্রতীক।’
সৌদি আরবের লাইফস্টাইলে পরিবর্তন আসার পর থেকে বেদুইনের সংখ্যা যেমন কমেছে, তেমনি সালুকির সংখ্যাও কমেছে। অথচ সালুকি এককালে বেদুইন পরিবারগুলোর টিকে থাকার প্রধান উপকরণ ছিল। এই কুকুরকে ইংরেজিতে সাইটহাউন্ড বলা হয়। সালুকি খুবই প্রভুভক্ত। মরুর পরিবেশে বেদুইন পরিবারের সাথে মিলেমিশে থাকতে এরা খুব পছন্দ করে। জানা গেছে, সৌদি আরবে এরই মধ্যে সালুকির নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইউনেসকো ঘোষিত নীতিমালার আলোকে তারা এসব কর্মসূচি পরিচালনা করছেন। অ্যারাব নিউজ।

 

 


আরো সংবাদ



premium cement