১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

পরিবেশ রক্ষায় রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি দাবি বাপার

-


পরিবেশ রক্ষায় রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি চয়েছেন আলোচকরা। তারা বলছেন, রাজনৈতিক দলগুলোকে পরিবেশ বাদ দিয়ে উন্নয়নের মডেল, এটা বাদ দিতে হবে। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশগত দিক বিবেচনা করতে হবে। উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ আন্দোলনকারীদের যুক্ত করতে হবে। রাজনৈতিক দল ও পরিবেশ আন্দোলনের মধ্যে কোনো দেয়াল নেই। পরিবেশ রক্ষায় এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্টদের ক্ষমতায় যাওয়া উচিত। নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) ২৫ বছর পূর্ত উপলক্ষে গতকাল পরিবেশ আন্দোলনের সাফল্য ও চ্যালেঞ্জবিষয়ক সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। সম্মেলনের আয়োজন করে বাপা ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)। সম্মেলনে রাজনীতিবিদদের দৃষ্টিকোণ থেকে বাপা এবং পরিবেশ রক্ষার সংগ্রাম-শিরোনামে বক্তব্য দেন রাজনৈতিক নেতারা। এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, জাতীয় এবং বৈশ্বিকভাবে পরিবেশের অবস্থা খুবই খারাপ। আগামীর রাজনৈতিক নেতাদের পরিবেশবান্ধব হতে হবে। বাপা বাংলাদেশের পরিবেশে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ সংগঠনটি গত ২৫ বছর ধরে কাজ করে যাচ্ছে, যেখানে সব শ্রেণী-পেশার মানুষ অন্তর্ভুক্ত রয়েছে। এ সংগঠনটি অনেক বাধা পেরিয়ে আজ এ অবস্থানে। আমাদের রাজনৈতিক অঙ্গনে পরিবেশের ইশতেহার উপেক্ষিত থাকে। রাজনৈতিক নেতাদের নির্বাচনের পর জনগণের কাছে ফেরত যাওয়ার দৃষ্টিভঙ্গি থাকতে হবে। শুধু ক্ষমতার পালাবদল হলে হবে না, ক্ষমতার গুণগত পরিবর্তন করতে হবে।

রাষ্ট্রসংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, আমরা রাজনৈতিক নেতা হলে বলতাম গৌরবের ২৫ বছর। কিন্তু বাপা এটাকে তাদের অর্জন ও চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে। দেশের পরিবেশে বিপর্যয় যখন ঘটছে, বাপা তখন সমাজের অংশীজনদের এনে যেভাবে পরিবেশের জন্য কাজ করছে, সেই অবদান অনস্বীকার্য। শুরুর দিকে বাপাকে অনেক প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে হয়েছে। বাপা সব পরিস্থিতি মোকাবিলা করেছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ছোটবেলা থেকেই দেখেছি, জঙ্গল কেটে উন্নয়ন করতে হচ্ছে। সেজন্য স্লোগান হওয়া উচিত, উন্নয়ন দর্শন পাল্টাও, মানুষ ও প্রকৃতির মর্যাদা দাও। এখন শুধু সংস্কার চলে। এ সংস্কার করতে হবে উন্নয়ন দর্শনের। তথাকথিত উন্নয়ন ও অগ্রগতির সাথে পরিবেশগত প্রভাব কেউ চিন্তা করে না। আমাদের উন্নয়ন দর্শনের সংস্কারকে রাজনৈতিক অঙ্গনে ছেড়ে দিতে হবে। এটাকে রাষ্ট্রীয় ও জাতীয়ভাবে ব্যাখ্যা করতে হবে। তাহলে রাজনৈতিক অঙ্গনে এ সংস্কার গুরুত্ব পাবে। পরিবেশ রক্ষার আন্দোলন সফল হবে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. রওনক জাহান বলেন, আমাদের ডেভেলপমেন্ট ন্যারেটিভ শুধু কালভার্ট, ব্রিজ, রাস্তাকেই বোঝে। আমাদের ভোটাররাও উন্নয়ন বলতে কনস্ট্রাকশন বোঝেন। উন্নয়ন হলে পরিবেশসম্মত কি না সেটা বোঝার অবস্থা নেই। পরিবেশ রক্ষায় এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্টদের ক্ষমতায় যাওয়া উচিত। তারা যদি কাজ করতে চায়, তারা যেন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে লবিং করে। তাহলে তারা ইলেকশন করলে পরিবেশের জন্য কমিটমেন্ট করতে পারবে। ইউরোপে গ্রিন পার্টি আছে। সিভিল সোসাইটি আছে। বিশ্বের অনেক দেশ পরিবেশের আন্দোলন দিয়ে রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছে।

 


আরো সংবাদ



premium cement
অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে এমপি পদও ছাড়তে হবে : ফাহমিদা খাতুন সংস্কারের নামে বিরাজনীতিকরণের দূরভিসন্ধি দেখতে চাই না : আসাদুজ্জামান রিপন রোববার সকাল সাড়ে ৮টা থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর : কাতার পররাষ্ট্রমন্ত্রী দ্বিস্তর টেস্টের পক্ষে-বিপক্ষে যা বলছে ক্রিকেট বিশ্ব বান্দরবানে ডাম্প ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত চোরদের মাধ্যমে আর নির্বাচন করিয়েন না মাদারগঞ্জে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ চ্যাপেল যুগের মতো বিধ্বস্ত ভারতের ড্রেসিংরুম : হরভজন মুন্সীগঞ্জে ৭ ডাকাত গ্রেফতার, লুন্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার ‘চব্বিশে নতুন করে যারা দেশ স্বাধীন করেছে তাদের ভুলে গেলে চলবে না’ আমাদের মূল সংগ্রাম একনায়কতন্ত্র উৎখাত করা : সাক্ষাৎকারে কেএনডিএফ নেতা

সকল