১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

পৃথক দুর্ঘটনায় ৯ বাইক আরোহী নিহত

কাশিয়ানী ও মিরসরাইয়ে শোকের ছায়া
-


চট্টগ্রামের মিরসরাই গোপালগঞ্জের কাশিয়ানী টাঙ্গাইলের মির্জাপুর, নরসিংদীর পলাশ, খুলনার দৌলতপুর ও কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ মোটরসাইকেল আরোহী নিহত ও অপর ৮ জন আহত হয়েছেন। মিরসরাই ও কাশিয়ানীতে দুই দুর্ঘটনায় নিহত ৬ মোটরসাইকেল আরোহী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকার ইউটার্নে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, মিরসরাইয়ের ১৩নং মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪৫), একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪৫) ও সুরেশ বড়ুয়ার ছেলে শুভ্রজিৎ বড়ুয়া সনি (৪০)।

নিহত সনি বড়–য়ার চাচাতো ভাই অমিত বড়ুয়া জানান, মায়ানী ইউনিয়নের বড়–য়াপাড়ার তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে আমার জেঠাতো ভাই সনি বড়–য়ার এক বন্ধুর বিয়েতে যান। বিয়ের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে তারা ছিটকে পড়ে ঘটনাস্থলে তিনজন মারা যান। তিনি আরো বলেন, তিনজনই তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। একজন পেশায় মাছ ব্যবসায়ী, একজন কাঠ মিস্ত্রি ও একজন কাজ করেন স্থানীয় একটি দোকানে। তাদের হারিয়ে পরিবার এখন দিশেহারা।

সরেজমিন নিহতদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেছে, মায়ানী বড়ুয়াপাড়ার স্থানীয় বৌদ্ধ মন্দিরে নিহতদের শেষকৃত্য অনুষ্ঠানের জন্য সারিবদ্ধ করে রাখা হয়েছে তিন বন্ধুর লাশ। স্বজন হারানোর বেদনায় লাশের খাটিয়ার পাশে বসে বিলাপ করছেন আত্মীয়স্বজন। পুরো মন্দির প্রাঙ্গণে শোকের আবহ বিরাজমান। একই গ্রামের সমবয়সী তিন তরুণ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একসাথে মারা যাওয়ায় পরিবার স্বজনসহ পুরো গ্রামের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
দুর্ঘটনার খবর পেয়ে মায়ানী এলাকায় দ্রত ছুটে যান চট্টগ্রাম উত্তর জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে সুফিয়া রোড এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে সনি, রুবেল ও নিপু বাড়ি ফিরছিলেন। এ সময় চট্টগ্রামমুখী লেনের সুফিয়া রোড এলাকায় ইউটার্ন পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে তিন জন সড়কের পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলে থাকা চালক ও দুই আরোহীসহ তিনজন নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের উপজেলার হিরণ্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পোনা এলাকার বিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৮)। একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। এর মধ্যে দীপু দাস নবম শ্রেণী ও বিশাল নাগ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো: রোকিবুজ্জামান জানান, উপজেলার পোনা গ্রামের বাড়ি থেকে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী জেলার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিনগর এলাকায় যাচ্ছিলেন ওই তিন যুবক। ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় পৌঁছলে কুয়াশার কারণে অজ্ঞাত গাড়ির সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় দীপু এবং বিশাল ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, আমরা ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা করছি। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মুফতি আব্দুল করিম (২৫) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। তিনি উপজেলার ভাওড়া উত্তরপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে।জানা গেছে, গতকাল সকাল ১০টায় মুফতি আব্দুল করিম জুমার নামাজ পড়ানোর জন্য মোটরসাইকেলে কালিয়াকৈর উপজেলার বলিয়াদি মসজিদে যাচ্ছিলেন। হিজলতলী এলাকায় পৌঁছলে সিএনজির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ আসর ভাওড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তাকে ভাওড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিন বোনের মধ্যে আব্দুল করিম ছিল পরিবারের একমাত্র ছেলে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কে দুই ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে আটজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সকালে ভাগদী কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- ট্রাকচালক শরীয়তপুরের আব্দুল সাত্তার গাজীর ছেলে সালাউদ্দিন (৩০), বাসচালক দেবীগঞ্জ নতুন বন্দর এলাকার শামসুল হকের ছেলে আশরাফুল ইসলাম (৩০), বাসযাত্রী পঞ্চগড়ের হাডিবাসা গ্রামের গোলাম মোস্তফার ছেলে জজমিয়া (৩০), নীলফামারীর মৃত নজরুল ইসলামের ছেলে রনি (২৯), দেবীগঞ্জের বড়তলী গ্রামের আজিজ মিয়ার ছেলে রফিক (২৮), সোনাহার এলাকার আব্দুল সাত্তারের ছেলে সেলিম মিয়া (২৮), নীলফামারীর নুর মোহাম্মদের ছেলে সুমন ইসলাম (৩০) ও রংপুরের পীরগঞ্জ এলাকার শশী চন্দ্র ধরের ছেলে সুকুমার (৩০)। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী কদমতলা সড়কে পাঁচদোনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রাক ও বিপরীত পাশ থেকে আসা দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনা কবলিত ট্রাকের সাথে আরো একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় চালকসহ আট যাত্রী। পরে এ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের ধাক্কায় সোহান রহমান (৩১) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের বাগোয়ান কলেজ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে ফিল্ড সুপারভাইজার হিসেবে মেহেরপুরে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সোহান মোটরসাইকেলে মেহেরপুর থেকে বাড়ি ফিরছিলেন। বাগোয়ান গার্লস কলেজের কাছে পৌঁছলে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় স্থানীয় এক হাসপাতালের কর্মচারী হুমায়ুন কবির লোকমান (২৫) বাসচাপায় নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো: হুমায়ুন কবির লোকমান উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালুরচর গ্রামের বশির আহমদের ছেলে বলে জানা যায়। সে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালের ১নং গেটের দারোয়ান ছিলেন।
স্থানীয়রা জানান, হুমায়ুন কবির লোকমান সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথ মালুমঘাটের ডুমখালী রাস্তার মাথায় পৌঁছলে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি গাড়িতে চাপা পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘাতক বাসটি আটক করতে পারেনি এবং মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, দ্রুতগামী শ্যামলী পরিবহনের চাপায় নিহত হুমায়ুন কবিরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উলিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আরশি খাতুন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের সুড়িরডারা মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো তিন অটোযাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যদর্শীরা জানান, সুড়িরডারাপাড় এলাকার বাসিন্দা এজাবুল হক তার মেয়ে শিশু আরশি খাতুনকে নিয়ে মোড়ের দোকানে আসছিলেন। শিশুটি বিস্কুট নিয়ে বাড়ি ফেরার পথে রানীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির অটোরিকশা তাকে চাপা দেয়। এ সময় ওই অটোরিকশায় থাকা আরো তিন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরশি খাতুনকে মৃত ঘোষণা করেন।

 

 


আরো সংবাদ



premium cement
স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় দৃষ্টি ও শ্রবণশক্তি হারানো মবিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার চীন থেকে ৪ লাখ ৪০ হাজার টন ডিএপি সার আমদানিতে চুক্তি রাতে শীতের প্রকোপ বাড়তে পারে দ্বীন বিজয়ের জন্য দাওয়াত সম্প্রসারণের কোনো বিকল্প নেই : উপাধ্যক্ষ আব্দুর রব জবাবদিহিতা নিশ্চিত করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় : মির্জা ফখরুল পতিত আ’লীগের বাজেটকে কন্টিনিউ করতে গিয়ে বিপদে পড়ছে অন্তর্বর্তী সরকার : আমীর খসরু নড়বড়ে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার ভাঙারি কুড়িয়ে চলছে ৬৫ বছর বয়সী বৃদ্ধের সংসার অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে : দেবপ্রিয় ভট্টাচার্য ভানুয়াতুর জনবহুল দ্বীপে ফ্লুর প্রাদুর্ভাব ঘোষণা

সকল