বিশ্ব ইজতেমা শুরু ৩১ জানুয়ারি
৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ৩১ জানুয়ারী বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। এই ইজতেমা চলবে আগামী ৩১ জানুয়ারি এবং ২ ও ৩ ফেব্রুয়ারি। এই ইজতিমার আয়োজক শূরায়ে নেজাম। ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী শুক্রবার ইজতেমার প্রস্ততি দেখতে আসেন। এ সময় ময়দান পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, আসন্ন বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশাকরি নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ হবে এবং নির্ধারিত সময়েই ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমা মাঠ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য শুক্রবার বিকেল থেকে মাইকিং শুরু হয়েছে। বিদেশী মেহমানদের নিরাপত্তাসহ তাদের ইজতেমা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, ইজতেমার সার্বিক প্রস্তুতি তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি যারা আছেন তারাই করে থাকেন। তবে তাদের চাহিদা অনুযায়ী আমরা তাদেরকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করে থাকি। একসময় তারা নিজেরাই সব কিছু করতেন। ইজতেমার পরিধি বাড়ার কারণে বর্তমানে অনেক ক্ষেত্রে তাদের সহযোগিতার প্রয়োজন হয়। এটা সাধারণত ইজতেমার মুরুব্বি যারা আছেন, তাদের সাথে পরামর্শ করে আমরা তাদের ডিমান্ড অনুযায়ী সহযোগিতা করে থাকি।
তিনি আরো বলেন, দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মুসল্লি এখানে উপস্থিত হন। এ জন্য তাদের কিছু মৌলিক চাহিদা রয়েছে। টয়লেট, স্বাস্থ্য, বিদ্যুৎ, খাবার পানি, থাকার ছাউনি এসব বিষয়ে আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। সরকারের বিভিন্ন দফতর এখানে একটা বড় ভূমিকা পালন করে থাকে। গাজীপুর সিটি করপোরেশনের একটা বড় দায়িত্ব রয়েছে। এ ছাড়া পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় তিনি আরো বলেন, ইজতেমা কর্তৃপক্ষের ডিমান্ড ছিল চটের পরিবর্তে টিনের। তাদের চাহিদা অনুযায়ী সে বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া ইজতেমায় যাতে মুসল্লিরা নির্বিঘ্নে আসতে ও ইজতেমার শেষে যেতে পারে সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে।
এ সময় প্রশাসক সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।
এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শফিউল আজম, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরিফিন ছাড়াও জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের কর্মকর্তারা, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও তাবলিগের শীর্ষ মুরুব্বিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শূরায়ে নেজাম কর্তৃক তিন দিনব্যাপী এই বিশ্ব ইজতেমার পর তাবলিগ জামাতের স্বঘোষিত আমির ভারতের নিজামুদ্দিনের মাওলানা সাদ কান্দলভি অনুসারীদের দ্বিতীয় দফায় ইজতেমা অনুষ্ঠানের আয়োজন নিয়ে এবার অনিশ্চিয়তা দেখা দিয়েছে। ইজতেমা ময়দানে ট্রিপল মার্ডার মামলায় সাদ অনুসারী শীর্ষ দায়িত্বশীলরা আসামি। ইতোমধ্যে তিনজন দায়িত্বশীলকে গ্রেফতার করেছে পুলিশ। এ মামলায় এখনো অনেকে পলাতক। জোরপূর্বক ইজতেমা ময়দানে ঢুকে জোড়ইজতেমা করতে গিয়ে মামলায় সা'দ অনুসারীরা অজ্ঞাত হিসেবে শত শত আসামি হয়েছেন। ইজতেমায় যারা আসবেন তারাই হত্যা মামলায় গ্রেফতার হতে পারেন এমন আশঙ্কা তৈরি হওয়ায় এবার দ্বিতীয় ধাপে ইজতেমা আয়োজনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সাদপন্থীদের ইজতেমা এবার হচ্ছে কি না- এ ব্যাপারে ঢাকা বিভাগীয় কমিশনারও সুস্পষ্টভাবে কিছু বলতে পারেননি। বিশ্ব ইজতেমার বিবাদমান দু’পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে কি না, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, এ বিষয়টি জাতীয় বিষয়। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।
প্রসঙ্গত, এ বছর প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথমে পর্বের আয়োজক শূরায়ে নেজাম। আগের সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া কথা ছিল। কিন্তু দ্বিতীয় পর্বের বিষয়ে শূরায়ে নেজাম আপত্তি করার পর সরকার এখনো স্পষ্ট কোনো ঘোষণা দেয়নি।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত ৩ ডিসেম্বর শূরায়ে নেজামের আয়োজনে পাঁচ দিনব্যাপী জোড়ইজতেমা শেষ হয়। পরে সাদপন্থীরাও ২০ ডিসেম্বর তাদের অংশের জোড়ইজতেমা করতে চাইলে আপত্তি জানায় শূরায়ে নেজাম। এই বিরোধে গত ১৮ ডিসেম্বর সাদপন্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছিল। কিন্তু ১৭ ডিসেম্বর রাতেই তারা ইজতেমা ময়দানে জোরপূর্বক ঢুকে জোড়ইজতেমা করতে গেলে সংঘর্ষে তিনজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়।
এ ঘটনায় শূরায়ে নেজামীর পক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানায় সাদপন্থীদের ২৯ জনকে শনাক্ত ও শত শত অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলার শনাক্ত ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূর ও ৬ নম্বর আসামি জিয়া বিন কাসেমসহ তিনজন গ্রেফতারর হয়ে কারাগারে আছেন।
বর্তমানে সাদপন্থীরা দ্বিতীয় পর্ব করবেন বলে জানালেও সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আর শূরায়ে নেজাম সাদপন্থীদের নিষিদ্ধ করতে আন্দোলন করছেন। তারা নিষিদ্ধ হলে ইজতেমা করতে পারবে না বলে শূরায়ে নেজামের দাবি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা