শহীদ মোসলেহ উদ্দীনের পরিবারে জন্ম নিলো ফুটফুটে কন্যাসন্তান
- মাকসুদুর রহমান পারভেজ, লালমোহন (ভোলা)
- ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:৩২
চব্বিশের জুলাই বিপ্লবে রাজধানীর রামপুরায় পুলিশের গুলিতে ভোলার লালমোহনের শহীদ মোসলে উদ্দিনের স্ত্রী নাসরিন আক্তার এক ফুটফুটে কন্যাসন্তান জন্ম দিয়েছেন। গত সোমবার (১৩ জানুয়ারি) রামপুরার একটি হাসপাতালে তার জন্ম হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
মোসলে উদ্দিন এখন বেঁচে থাকলে হয়তো বলতেন ‘আলহামদুলিল্লাহ, কন্যাসন্তানের বাবা হয়েছি।’ কিন্তু সে সুযোগ হয়নি তার। নবাগত এ কন্যাসন্তানটি জীবনে কোনোদিন বাবাকে দেখার ও তাকে বাবা বলে ডাকার সুযোগ পাবে না। এক নির্মম বাস্তবতায় বেড়ে উঠতে হবে এ নিষ্পাপ শিশুটিকে। বড় হয়ে শুনবে চব্বিশের জুলাই বিপ্লবে এক শুক্রবার (১৯ জুলাই) জুমার নামাজের পর মুসল্লিদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ-বিজিবির নির্বিচার গুলি গলা ভেদ করে ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন তার বাবা মোসলে উদ্দিন।
এদিকে পরিবারের একমাত্র উপার্জনকারী স্বামী মোসলে উদ্দিনের মৃত্যুতে চরম অন্ধকার নেমে এসেছে স্ত্রী নাসরিন আক্তার ও ১২ বছরের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান আফফানের জীবনে।
পূর্ব রামপুরায় টিভি সেন্টারের পেছনে একটি লন্ড্রির দোকানই ছিল মোসলে উদ্দিনের আয়ের একমাত্র উৎস। বাড়ি ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামে। বাবার নাম আ: হামিদ মিয়া, মা রোকেয়া বেগম। স্ত্রী নাসরিন আক্তার মাদরাসা থেকে ফাজিল পাস করেছেন। জুলাই বিপ্লব-পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্বভার নেয়ার পর জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের তালিকা করছে। এতে মোসলে উদ্দিনের নামও তালিকাভুক্ত হয়েছে। তবে স্ত্রী নাসরিন আক্তার এক ছেলে এবং সদ্য ভূমিষ্ঠ কন্যাকে নিয়ে বাকি জীবন কারো বোঝা না হয়ে কিছু একটা করে জীবিকা নির্বাহ করতে চান। এ ব্যাপারে সরকারের কাছে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়ার আবেদন জানিয়েছেন তিনি। যাতে করে দুই সন্তান নিয়ে সৎভাবে জীবিকা নির্বাহ করে বাকি জীবন পার করতে পারেন। এ জন্য অসহায় এতিম পরিবারটি সরকারসহ সবার সহযোগিতা কামনা করছেন।
মোসলে উদ্দিন ছিলেন একজন কুরআনে হাফেজ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন মসজিদে গিয়ে। এ কারণে তার সেখানে অনেক গ্রহণযোগ্যতা ছিল। ১৯ জুলাই ইমাম সাহেবের উদ্যোগে রামপুরা মসজিদের কবরস্থানে মোসলে উদ্দিনকে দাফন করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা