পোড়া বাড়িতে মিলল বাগদানের আংটি
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:৩০
ক্যালিফোর্নিয়ার দাবানলে বাড়ি ধ্বংসের পর ধ্বংসস্তূপে পাওয়া এক নারীর বিয়ের আংটি পাওয়া গেছে। এ ঘটনার পর ওই নারী বলেন, এটি ছিল একটি খড়ের গাদায় সুই খোঁজার মতোই ছিল।
সোমবার এক সাক্ষাৎকারে ভিক্টোরিয়া ডিস্যান্টিস নামে ওই নারী ‘গুড মর্নিং আমেরিকা’ নামে এক সাক্ষাৎকারে বলেন, ‘এটি ক্ষণিকের জন্য হলেও আমার হৃদয়কে আনন্দিত করেছে। কারণ দাবানলে আমি বাড়ির সব কিছুই হারিয়ে ফেলেছি। আমি বাড়ি থেকে শুধু দুই জোড়া জিন্স এবং দু’টি সোয়েটার নিয়ে বের হতে পেরেছিলাম। আগুনে আমার শৈশবের সব স্মৃতি, আমার শিশুদের শৈশবের স্মৃতি, সব পুড়ে গেছে। কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। কিন্তু আমার বিয়ের আংটিটা অক্ষত অবস্থায় আছে।
গত সপ্তাহে যখন দাবানল শুরু হয়, তখন ডিস্যান্টিসের আলটাডেনা বাড়ি থেকে বের হতে মাত্র কয়েক সেকেন্ড পেয়েছিলেন। সে সময়ে প্রবল বাতাস ও শুষ্ক অবস্থার দ্রুত অবনতি হয়।
এ সময় তার স্বামী ও ছেলে শহরের বাইরে ছিল, তাই তিনি বিয়ে ও বাগদানের আংটি রেখে মেয়ে এবং কুকুর নিয়ে বাড়ি থেকে দ্রুত বের হয়ে যান। ওই মুহূর্তের স্মৃতিচারণ করে তিনি বলেন, সে সময় আর কিছুই গুরুত্বপূর্ণ মনে হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা