১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

রাবি অধ্যাপকসহ নিহত ৩

-


রাজশাহী, মানিকগঞ্জের সিঙ্গাইর ও বগুড়া শহরে পৃথক সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপকসহ তিনজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক সহকারী প্রোক্টর পুরঞ্জিত মহালদার (৪২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত সোমবার বিকেলে তার মোটরসাইকেল একটি ট্রাকের ধাক্কায় বিধ্বস্ত হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পুরঞ্জিতের মৃত্যু হয়। মৃতদেহ ডুমুরিয়ার রংপুর গ্রামের বাড়ি পৌঁছানো হয়েছে।

জানা যায়, গত সোমবার বেলা ৩টায় মোটরসাইকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. পুরঞ্জিত তার স্কুল পড়–য়া মেয়েকে আনতে যাচ্ছিলেন। রাজশাহী মহানগরীর বারো রাস্তা মোড়ে পৌঁছলে পেছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গত মঙ্গলবার রাত ২-৩৮ মিনিটে ড. পুরঞ্জিত মারা যান। রংপুর গ্রামের আদিত্য কুমার মণ্ডল বলেন, সাবেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৃত মদন কুমার মহলেদারের ছেলে অধ্যাপক ড. পুরঞ্জিতের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি এক মেয়ে, এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন। ড. পুরঞ্জিতের মৃতদেহ গ্রামের বাড়িতে আনার পর স্থানীয় মহাশ্মাশান বিজরীঘাটায় সৎকার করা হবে।
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক চাপায় ইউসুফ আলী (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
গতকাল বেলা ১১টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার খোলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামের আরশেদ আলীর ছেলে।
সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বগুড়া অফিস জানায়, বগুড়ায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক ট্রাক চালক নিহত হয়েছেন। গত সোমবার রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার তলিপুকুর অতিথি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত নিরঞ্জন সরকার (৬৫) নাটোরের সিংড়া সরকার পাড়া এলাকার প্রিয়নাথ সরকারের ছেলে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন জানান, রাত পৌনে ৯টার দিকে তেলিপুকুর অতিথি ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হচ্ছিলেন ট্রাক চালক নিরঞ্জন সরকার। এ সময় অজ্ঞাতনামা এক বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 


আরো সংবাদ



premium cement
গাজায় এ পর্যন্ত ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল বারিতে শ্রমিকদের ৫ দফা দাবিতে বিক্ষোভ তারিক সিদ্দিক, টিউলিপ ও পুতুলসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর, ৮ মামলায় শ্যোন অ্যারেস্ট ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তা পাবে ঢাবি ছাত্রীরা সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার চাঁদপুরে ডাকাতিয়া নদীতে মিলল নিখোঁজ বৃদ্ধের লাশ টিউলিপের পদ্যতাগ : এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী নবাবগঞ্জে অপহরণের তিন ঘণ্টা পর স্কুলছাত্র উদ্ধার, গ্রেফতার ৫ বাংলাদেশে আরো বিনিয়োগ করতে জাপানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

সকল