সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার
- বিশেষ সংবাদদাতা
- ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:৫৭
আসন্ন রমজান মাসে বাজার স্থিতিশীল রাখার জন্য সাড়ে পাঁচ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার। সম্পূর্ণ স্থানীয় বাজারের তিনটি কোম্পানি থেকে এই পরিমাণ তেল কিনতে ব্যয় হবে ৯২৫ কোটি ৪৩ লাখ টাকা। স্বল্প আয়ের মানুষদের জন্য ভর্তুকি মূল্য সরবরাহ করা হবে এই তেল।
জানা গেছে, এই পরিমাণ ভোজ্যতেলের মধ্যে সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড সরবরাহ করবে দুই কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল, যার প্রতি লিটারের দাম পড়বে ১৭১.৯৫ টাকা। সুপার অয়েল রিফাইনারি লিমিটেড এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল সরবরাহ করবে। প্রতি লিটারের দাম পড়বে ১৭১.৫০ টাকা এবং শবনম ভেজিটেবল অয়েল লিমিটেড সরবরাহ করবে দুই কোটি ২০ লাখ লিটার পামওলিন, প্রতি লিটারের দাম পড়বে ১৬২ টাকা। এতে মোট ব্যয় হবে ৩৫৮ কোটি টাকা।
উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবির ২০২৪-২০২৫ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২৮ কোটি লিটার ভোজ্যতেল ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে।
সূত্র জানায়, মোট চাহিদার প্রেক্ষিতে সমগ্র বাংলাদেশে (সিটি করপোরেশন ও পৌরসভাসহ) টিসিবির ফ্যামিলি কার্ডধারী প্রায় এক কোটি নি¤œ আয়ের পরিবারের মধ্যে প্রতি মাসে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির লক্ষ্যে টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে তিনটি দরপ্রস্তাবের মাধ্যমে এই তেল কেনা হবে। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর বিধি-১৬ (৫ক) অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেলের দাফতরিক প্রাক্কলিত মূল্য রয়েছে ১৭২.৫৬ টাকা।
এর আগে দরপত্র মূল্যায়ন কমিটির সভা গত বছর ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। মূল্যায়ন কমিটি প্রাপ্ত একটি দরপত্র, তুলনামূলক বিবরণী এবং সংযুক্ত দাখিলকৃত কাগজ পর্যালোচনা করে। ওই তিন প্রতিষ্ঠানের কাছ থেকে তেল কেনার প্রস্তাব অনুমোদন করে।
জানা গেছে, কাল বৃহস্পতিবার এই সংক্রান্ত পৃথক তিনটি ক্রয় প্রস্তাবে অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা